শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পঞ্চায়েতের ভোট হিংসায় (Panchayat Poll violence) শাসক দলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। আজ কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে দেখা করেন তিনি।


অপরদিকে, তুফানগঞ্জের শাল বাড়িতে মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন এদিন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ভোট হিংসা নিয়ে দিন তৃণমূলের তীব্র সমালোচনা করেন রাহুল সিনহা, তার বিরুদ্ধে পাল্টা উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।  প্রসঙ্গত, গত ২১ জুলাই এর জনসভা থেকে মণিপুর ইস্যুতেই মমতা ও অভিষেককে তোপ দাগতে দেখা গিয়েছিল। এদিকে ভোট পরবর্তী হিংসার মাঝে মালদার ঘটনাটি ঠিক তার পরপরই প্রকাশ্য়ে আসে।মালদায় দুই মহিলাকে 'বিবস্ত্র করে মারধর'-র ঘটনায় এই মুহূর্তে উত্তাল রাজ্য-রাজনীতি।


ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে রাতভর এসপি অফিস ঘেরাও চালায় বিজেপি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন অমিত মালব্য, অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার মণিপুর ইস্যুতে নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে রাজপথে নামল শাসকদল।






 

অনুরাগ ঠাকুর আরও বলেন, 'মেদিনীপুর, ডেবরায় আদিবাসীদের উপর অত্যাচার হয়েছে। বাংলা-বিহার-রাজস্থানের মুখ্যমন্ত্রীরা দায় অস্বীকার করতে পারবেন না। ভয়ের বাতাবরণে বাঁচছেন বাংলার মহিলারা। কী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়?' তবে এখানেই শেষ নয়, অনুরাগ ঠাকুর আরও বলেন, 'কংগ্রেস আমলে মণিপুরের অবস্থা আরও খারাপ ছিল। মণিপুর নিয়ে সংসদে আমরা আলোচনা চাইছি, কেন এতে ভয় পাচ্ছেন বিরোধীরা? একটি দলের কেউ সংসদে নেই বলে কি সংসদ চলতে দেওয়া হচ্ছে না? বাংলায় মমতা নির্মমতার প্রতীক।'




আরও পড়ুন, INDIA-কে 'জঙ্গি গোষ্ঠী' বলে কটাক্ষ, বিকাশ রঞ্জনের নিশানায় মোদি


যদিও গেরুয়া শিবিরকে জোর নিশানা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, 'মণিপুর ঢাকতেই বাংলার তুলনা টানছে বিজেপি।' তোপ দেগেছেন একই সুরে সায়নী ঘোষও।  মূলত গত ৩ মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এখনও পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ঘর ছাড়া প্রায় ৪০ হাজারেরও বেশি মানুষ। এ নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে নিষ্কৃয়তার অভিযোগ উঠেছে।  এর মধ্যেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ভিডিয়ো। তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। এই সমস্ত ইস্যুকে সামনে রেখেই আজ ফের উত্তাল সংসদ। সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি INDIA জোটের।