সমীরণ পাল ও সুকান্ত দাস: ৪ জেলায় বোমা-অস্ত্র উদ্ধারের (Bomb Arms Recovered) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) ভাটপাড়ায় (Bhatpara) উদ্ধার হয়েছে ১৭টি তাজা বোমা। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) কুলতলিতে আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার হয়েছে ৩ দুষ্কৃতী। অন্যদিকে, পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ ও মুর্শিদাবাদেও উদ্ধার হয়েছে অস্ত্র।


একাধিক জেলায় বোমা-অস্ত্র উদ্ধার, চাঞ্চল্য


ভাটপাড়া আছে ভাটপাড়াতেই। সেখান থেকে ফের উদ্ধার হল ১৭টি তাজা বোমা। ২৫ অক্টোবর, কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় ৭ বছরের শিশুর। তারপর থেকেই কাঁকিনাড়া, ভাটপাড়া, জগদ্দল-সহ বিস্তীর্ণ এলাকায় লাগাতার তল্লাশি চালাচ্ছে পুলিশ। আর পুলিশের এই তল্লাশি অভিযানেই শুক্রবার ভাটপাড়ার ১৪ নম্বর ওয়ার্ডের কাছারি রোড এলাকায় ১৭টি তাজা বোমা উদ্ধার হয়। একটি বাড়ির পাশে গলির মধ্যে বোমাগুলি রাখা ছিল। স্থানীয় বাসিন্দাদের কথায়, 'আতঙ্কে আছি।'


ভাটপাড়ায় ফের বোমা উদ্ধার হওয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলল বিজেপি। অন্যদিকে তৃণমূল শিবিরের পাল্টা দাবি, পুলিশ সক্রিয় রয়েছে তাই বোমা উদ্ধার করা সম্ভব হচ্ছে।


ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব। দুষ্কৃতীরা বোমা মজুত রাখছে। অথচ পুলিশ নিষ্ক্রিয়।'


ভাটপাড়া পুরসভার তৃণমূল নেতা ও ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, 'পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে। তাই ভাটপাড়ায় বোমা ফাটছে না। ২০১৯ সালে যে সব বোমা মজুত রাখা ছিল, সেগুলিই এখন উদ্ধার হচ্ছে। এর সঙ্গে তৃণমূলের যোগ নেই।'


আরও পড়ুন: Malaria: চরিত্র বদলাচ্ছে অ্যানোফিলিস মশা, ডেঙ্গি নয়, এবার গবেষকদের মতে উদ্বেগ বাড়াবে ম্যালেরিয়া


পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে জেলায় জেলায় বোমা-গুলি-অস্ত্র উদ্ধারের ঘটনা। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ৪ নম্বর নলগোড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের থেকে ১টি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে মণিরুল তরফদার ও আকাশ খানের বাড়ি মন্দিরবাজার এলাকায়। তৌফিক মোল্লা ধোলাহাট থানা এলাকার বাসিন্দা। মুর্শিদাবাদে দৌলতাবাদে এদিন একটি আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড কার্তুজ-সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের বক্তারনগর থেকেও শনিবার রাতে একটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করা হয়। রবিবার টিটাগড় স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম লাগোয়া পরিত্যক্ত রেল কোয়ার্টারে তল্লাশি চালায় পুলিশ। দেখা হয় ঝোপ-জঙ্গলের মধ্যে বোমা লুকনো আছে কি না।তবে ওই জায়গা থেকে কিছু মেলেনি।