কলকাতা: লোকসভা ও বিধানসভা, বিগত দুটো ভোটেই, উত্তরবঙ্গের (North Bengal) চা-বলয়ে ভাল ফল করতে পারেনি তৃণমূল (Trinamool Congress)। পঞ্চায়েত ভোটের আগে, তাই তৃণমূলের পাখির চোখ এই এলাকা। ১০ সেপ্টেম্বর মালবাজারের (Malbazar) জনসভা। তার আগের দিন, ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করবেন জেলার তৃণমূল (Trinamool) নেতারা। যদিও এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)।


পঞ্চায়েত ভোটে পাখির চোখ উত্তরবঙ্গের চা-বলয়: পাহাড়ের ঢালে দিগন্ত বিস্তৃত সবুজ, সারি সারি চা-বাগান। কিন্তু এই চা-বাগানেই গত লোকসভা ও বিধায়সভা ভোটে সবুজ ঝড় তুলতে পারেনি তৃণমূল।  জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ার তিন জেলাতেই উঠেছিল গেরুয়া ঝড়। এবার তাই পঞ্চায়েত ভোটের আগে, তৃণমূলের পাখির চোখ এই চা-বলয়। ১০ সেপ্টেম্বর মালবাজারে দলের কর্মী-সমর্থকদের নিয়ে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগের দিন, ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করবেন জেলার তৃণমূল নেতারা।


অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, “চা বাগান সংঠনকে শক্তিশালী করতে জলপাইগুড়ি, দার্জিলিং, ও আলিপুরদুয়ারের নেতৃত্বকে নিয়ে আলোচনা হবে। ট্রেড ইউনিয়নের নেতারা থাকবেন।বিধানসবায় যে ভুলটা হয়েছে, সংগঠন দুর্বল হয়েছে, সে জন্য মূল টার্গেট যাতে ভাল রেজাল্ট করতে পারি।’’ এনিয়ে কটাক্ষ করেছে জলপাইগুড়ি জেলা বিজেপির সম্পাদক শ্যাম প্রসাদ। তিনি বলেন, “চা-বলয়ে তৃণমূলের পাখির চোখ মানেই তো কাটমানি। চাবাগানকে পাখির চোখ করেই তো কাটমানি নিচ্ছে। শ্রমিকদের শোষন করেছে। কোনও লাভ হবে না। অভিষেক মিটিং করে যাবেন। কিন্ত দায়িত্ব নিয়ে বলছি, পঞ্চায়েত ভোটে তৃণমূলের ঝান্ডা দুরবিন দিয়ে দেখতে হবে। শ্রমিকদের আধার ভোটার কেরে নিয়ে ছাপ্পা ভোট হয়েছে, এবারও ছাপ্পা না মারলে এখানে তৃণমূল থাকবে না। চাবলয়ে তৃণমূলের কিচ্ছু নেই।’’


গত লোকসভা ভোটে, জলপাইগুড়ি, আলিপুদুয়ার ও দার্জিলিং, উত্তরবঙ্গের তিনটে কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের ৫টি বিধানসভা কেন্দ্রের, সবকটি আসনে জেতে বিজেপি। জলপাইগুড়ির ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে, ৪টিতে জেতে বিজেপি, ৩টি যায় তৃণমূলের ঝুলিতে। দার্জিলিঙের ৭টি কেন্দ্রের মধ্যে, বিজেপি পায় ৫টি, তৃণমূল জেতে ১টিতে এবং নির্দল জয়ী হয় ১টিতে।


আরও পড়ুন: DA: অবিলম্বে বকেয়া ডিএ মেটানোর দাবি, কর্মবিরতির ডাক রাজ্য কো-অর্ডিনেশন কমিটির