সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: 'ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে, মানুষ ছিলো নরম, কেটে, ছড়িয়ে দিলে পারতো'- পর পর খুন, নৃশংসতা দেখে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই লাইনদুটিই মনে আসতে বাধ্য। পাশাপাশি বিশ্বাসই যে কাল হয়ে উঠছে তাও যেন বারবার ঘটনাক্রমে প্রকাশ্যে চলে আসছে। 

টিন লোহা ভাঙা বিক্রি করত যে ছেলেটি সে টিন বিক্রি করতে পারে এই বিশ্বাসেই বিক্রেতার বাড়ি গিয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না। নিয়তি যে ওখানেই শেষ, তা ঘুণাক্ষরেও টের পাননি।  

কী হয়েছে? 

পানিহাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ড পানিহাটি কলুপাড়ার বাসিন্দা চিরাগ গুহ ওরফে সায়ন তার বাড়িতে ফেরিওয়ালাকে ডেকে খুন করেছে এমন টাই অভিযোগ এলাকাবাসীর। দুর্গন্ধ পাওয়ায় এলাকার মানুষ সায়নের বাড়িতে গেলে দেখতে পায় সায়নের বাড়িতে ঘরের মধ্যে পচা গলা একটি দেহ পড়ে আছে সঙ্গে সঙ্গে খড়দা থানা পুলিশকে জানানো হয় ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ এসে পচা গলা দেহ উদ্ধার করে নিয়ে যায়।                   

আরও পড়ুন, মত্তদের দৌরাত্ম্য-ধাওয়ায় মর্মান্তিক মৃত্যু তরুণীর! 'এ কী হল আমার'... শোকে পাথর মা-পরিজনেরা

স্থানীয় বাসিন্দারা জানান সায়ন অর্থাৎ চিরাগ চারিদিকে ধার দেনায় জড়িয়ে গিয়েছিল। এমনকী এই ফেরিওয়ালার কাছে টাকা ছিল সেটা দেখে লোভ সামলাতে পারেনি। তার জন্যই হয় হয়তো ফেরিওয়ালাকে খুন করেছে বলে দাবি এলাকাবাসীর। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চিরাগ গুহ অর্থাৎ সায়নকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। এখনও পর্যন্ত সায়নের মা পলাতক বলে খবর। 

অভিযোগ, ফেরিওয়ালার কাছ থেকে আড়াই হাজার টাকা ধার নেন অভিযুক্ত চিরাগ গুহ ওরফে সায়ন। টাকা ফেরত চান ওই ব্যক্তি। এরপরই তাঁকে বাড়িতে ডেকে তার পেঁচিয়ে খুন করে ওই যুবক। নেপথ্যে আর কোনও কারণ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।                                                                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে