ঝিলম করঞ্জাই, কৃষ্ণেন্দু অধিকারী ও বিটন চক্রবর্তী, কলকাতা : কসবাকাণ্ডের সময় অভিযোগ ওঠে তৃণমূল নেতা হওয়াতেই সাউথ ক্যালকাটা ল কলেজে মৌরসিপাট্টা চালাত মনোজিৎ মিশ্র! যে ইউনিয়ন রুমে গণধর্ষণের অভিযোগ ওঠে, সেটাই ছিল মনোজিতের যন্তরমন্তর ঘর! পাঁশকুড়া ধর্ষণকাণ্ডের ক্ষেত্রেও স্বাস্থ্যকর্মীদের দাবি, হাসপাতালের ১৫৭ নম্বর ঘর ছিল অভিযুক্ত জাহির আব্বাস খানের ঠেক। এদিকে, আজও কসবা ল' কলেজের দেওয়ালে জ্বলজ্বল করছে মনোজিত মিশ্রর নাম।
আরও পড়ুন, পুরুলিয়ায় হস্টেলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে !
আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন! কসবা ল' কলেজে গণধর্ষণের অভিযোগ। আর এবার পাঁশকুড়ায় সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের অভিযোগে তোলপাড় পড়ে গেছে। আর জি কর থেকে কসবা হয়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া - পরপর ঘটনাগুলি থেকে একটা বিষয় স্পষ্ট, তাহল ধর্ষণে অভিযুক্ত কিংবা দোষী সাব্য়স্তদের দাপট। কসবাকাণ্ডের সময় অভিযোগ ওঠে তৃণমূল নেতা হওয়াতেই সাউথ ক্যালকাটা ল কলেজে মৌরসিপাট্টা চালাত মনোজিৎ মিশ্র। যে ইউনিয়ন রুমে গণধর্ষণের অভিযোগ ওঠে, সেটাই ছিল মনোজিতের যন্তরমন্তর ঘর!
সাউথ ক্যালকাটা ল কলেজ অভিযোগকারিণী ছাত্রী বলেন,ইউনিয়ন রুমের চাবি তার কাছেই থাকত। গার্ডরুমে গার্ডই ঢুকত না। ইউনিয়ন রুমে আয়। এটা খুব একটা কমন থ্রেট হয়ে গেছিল যে ইউনিয়ন রুমে আয়। পাঁশকুড়া ধর্ষণকাণ্ডের ক্ষেত্রেও স্বাস্থ্যকর্মীদের দাবি, হাসপাতালের ১৫৭ নম্বর ঘর ছিল অভিযুক্ত জাহির আব্বাস খানের ঠেক। রবিবার এখানেই ধর্ষণের অভিযোগ উঠেছে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ওয়ার্ড গার্ল সোমা আদক বলেন, এখন হাতেনাতে ধরা পড়ে গেছে। সবাই মিলেই রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার পাঁশকুড়ায় মিছিল করেন শুভেন্দু অধিকারী। মিছিলে ঝাঁটা হাতে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকেরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ধর্ষকদের নেত্রী হচ্ছে মমতা। জাহির আব্বাস তৃণমূলের নেতা। সব জায়গায় এইরকম লোক আছে। আগে মমতাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ধর্ষকদের প্রোটেক্টর। আড়াই মাস আগে, কলকাতার বুকে সাউথ ক্য়ালকাটা ল' কলেজে, আইনছাত্রীকে গণধর্ষণের মতো মারাত্মক অভিযোগ ওঠে। ঠিক তার পরের দিনই অর্থাৎ ২৬ জুন প্রাক্তন TMCP নেতা ও এবং কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তার দাপট যে কী প্রবল, আড়াই মাস পরও তা স্পষ্ট। আজও কলেজের দেওয়ালে জ্বলজ্বল করছে মনোজিত মিশ্রর নাম।সাউথ ক্যালকাটা ল' কলেজ পরিচালন সমিতি তৃণমূল বিধায়ক ও সভাপতি অশোক দেব বলেন, আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি পুজোর সময় ছুটি আছে। মুছে দেবে। দেওয়ালে যেগুলো লেখা মুছে দেবে পুজোর সময়।' কোনটা? প্রশ্নের উত্তরে সাউথ ক্যালকাটা ল' কলেজ পরিচালন সমিতি তৃণমূল বিধায়ক ও সভাপতি অশোক দেব বলেন, দেওয়ালে যেগুলো লেখা। মুছে দেবে পুজোর সময়। তখন ছুটি থাকবে...কাদের প্রশ্রয়ে এই অভিযুক্তদের এত রমরমা হয়? তাদের সম্পদ হিসাবে কারা কোন কাজে ব্য়বহার করে? প্রশ্ন উঠেছে।