কলকাতা: স্কুল সার্ভিস কমিশনে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) মেয়ের নিয়োগে দুর্নীতির মামলায়, বেনজির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। মঙ্গলবারই শিক্ষা প্রতিমন্ত্রীকে সিবিআইয়ের (CBI) কাছে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাদশ-দ্বাদশের নিয়োগে দুর্নীতির মামলাতেও মঙ্গলবারই সিট তৈরি করে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত। যদিও সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গেলেন পরেশ অধিকারী। শিক্ষা প্রতিমন্ত্রীর ঘনিষ্ট সূত্রে এমনটাই খবর।
মেয়ের নিয়োগে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে চরম অস্বস্তিতে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। মঙ্গলবারই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। বর্তমানে কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে চাকরি করছেন। অভিযোগ, ২০১৮ সালে পরেশ অধিকারী ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁর মেয়ের সরকারি স্কুলে চাকরি হয়ে যায়।
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে, এই দুর্নীতির অভিযোগে মামলা করেন ববিতা সরকার নামে এক চাকরিপ্রার্থী। প্রথম মেধাতালিকায় পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নামই ছিল না। কিন্তু, নতুন মেধাতালিকায় তাঁর নাম এক নম্বরে চলে আসে। এর ফলে ববিতা সরকারের থেকে কম নম্বর পেয়েও, তৃণমূল নেতা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা চাকরি পেয়ে যান বলে অভিযোগ।
মঙ্গলবার সেই মামলার শুনানিতে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল বিধায়ক এবং বর্তমানে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর মেয়েকে মামলার পক্ষ করার নির্দেশ দেন।
এদিকে, গত সপ্তাহেই SSC’র গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি নিয়েও কলকাতা হাইকোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটি। এ সপ্তাহের শুরুতেই একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত।