হলদিবাড়ি: পর পর তিন দিন ধরে ম্যারাথন জেরায় দমবন্ধ হয়ে আসার জোগাড় হয়েছিল। উত্তরবঙ্গে ফিরে কার্যতই প্রাণ পেলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikary)। কলকাতায় যেখানে অভিযোগ, আক্রমণে জেরবার হচ্ছিলেন তিনি, নিজের এলাকায় পৌঁছে হৃত সম্মান ফিরে পেলেন তিনি। সেখানে মালা পরিয়ে, জয়ধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানালেন তৃণমূল (TMC) কর্মীরা। যাবতীয় ঝক্কি কাটিয়ে, মন্দিরে পুজো দিয়ে মন শান্ত করলেন তিনিও।
দুর্নীতি মামলায় ম্যারাথন জেরা শেষে ফিরলেন পরেশ
প্রভাব খাটিয়ে মেয়ে অঙ্কিতা অধিকারকে চাকরিতে ঢোকানোর অভিযোগ পরেশের বিরুদ্ধে। তাতে প্রশ্নের মুখে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) তিন দিনে সাড়ে ১৬ ঘণ্টা কেন্দ্রীয় গোয়েন্দাদের জেরায় পড়তে হয়েছে পরেশকেও। তার পর মঙ্গলবার সকালেই কলকাতা ছাড়েন তিনি। এ দিনই এয়ার এশিয়ার বিমানে বাগডোগরা পৌঁছন।
এর পর সড়কপথে হলদিবাড়িতে পৌঁছলে তৃণমূল কর্মীরা পরেশকে স্বাগত জানান। এলাকায় তৃণমূল পার্টি অফিসে যান পরেশ অধিকারী। সেখানে মালা পরিয়ে জয়ধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। দেওয়া হয় সম্বর্ধনাও। সেখান থেকে বেরিয়ে হলদিবাড়ি বাজারে দুর্গা মন্দিরে পুজো দেন মন্ত্রী।
আরও পড়ুন: Ankita Adhikari : এ মাস থেকেই বেতন বন্ধ হচ্ছে অঙ্কিতা অধিকারীর !
এ দিকে,এসএসসি দুর্নীতি-মামলায় সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কোচবিহার ফিরতেই পরেশে গ্রেফতারের দাবি পথে নামল ফরওয়ার্ড ব্লক। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে পরেশের পদত্যাগেরও দাবি তোলেন ফরওয়ার্ড ব্লক নেতা-কর্মীরা। পরেশ বা রাজ্যের তরফে যদিও এখনও পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত মেলেনি।
তবে কলকাতা ছাড়লেও, পরেশের উপর থেকে এখনই লাগাম ছাড়ছে না সিবিআই। বরং পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের পাশাপাশি তাঁর আয়কর সংক্রান্ত নথই গোয়েন্দাদের নজরে রয়েছে। সূত্রের খবর, আয়কর দফতরের কাছে এই তিন নেতা-মন্ত্রীর প্যান কার্ডের নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
পরেশের আয়কর নথিতেও নজর গোয়েন্দাদের
সিবিআই সূত্রে খবর, আয়কর দফতরের নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডলের দেওয়া নথি। চাওয়া হয়েছে ওই তিন নেতা-মন্ত্রীর আত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত নথিও। সূত্রের খবর, গত কয়েকবছরে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডল যে আয়কর জমা দিয়েছেন, সেই সংক্রান্ত তথ্যও চেয়েছে সিবিআই।