সত্যজিৎ বৈদ্য, চেতলা: গার্ডেনরিচ (Garden Reach House Collapse), বিরাটির পর এবার চেতলা। খোদ মেয়রের ওয়ার্ডে ভেঙে পড়ল পুরনো বাড়ির তিনতলার কার্নিস। কার্নিস ভেঙে কংক্রিটের চাঙর আছড়ে পড়ে রাস্তা-ফুটপাতের উপর। ভোরের দিকে এই ঘটনা ঘটায় প্রাণহানি বা জখম হওয়ার ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি।


রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ কলকাতা পুরসভার (KMC) ৮২ নম্বর ওয়ার্ডের ১/৩এ, পরমহংসদেব রোডে তিনতলা বাড়ির কার্নিস ভেঙে পড়ে ফুটপাতের ওপর। সেই সময় আশেপাশে লোকজন না থাকায়, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।  


স্থানীয় এক বাসিন্দা বলেন, 'ভোর পাঁচটা হবে হয়তো। হঠাৎ শুনি বিকট আওয়াজ। তারপর দরজা খুলে দেখি এমন ঘটনা। এখানে ওষুধের দোকান, লোকজনের ভিড় থাকে। বাচ্চারা ছোটাছুটি করে। বড় ক্ষতি হয়ে যেত।'


কয়েকদিন আগেই কলকাতার গার্ডেনরিচে (Garden Reach Building Collapse) মাঝরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা একটি নির্মীয়মাণ বাড়ি (House Collapse)। ১২ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। তারপর থেকে কলকাতা ও লাগোয়া এলাকায় পরপর ঘটেছে বাড়ি সংক্রান্ত একাধিক দুর্ঘটনা। বিরাটির শরৎ কলোনিতে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে এক মহিলার। এটাও নির্মীয়মাণ আবাসন। আবাসন থেকে ভেঙে মাথায় ইট পড়ে মৃত্যু হয় মহিলার। নির্মীয়মান আবাসনের নীচে দাঁড়িয়েছিলেন পাশের বাড়ির বাসিন্দা এক মহিলা। আচমকাই ওই আবাসন থেকে ইট ভেঙে মহিলার মাথায় পড়ে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কোনও সুরক্ষা বিধি না মেনেই আবাসন নির্মাণ হচ্ছিল, দাবি মৃতার স্বামীর। মৃতার পরিবারের দাবি, সব জেনেও চুপ ছিলেন কাউন্সিলর। যদিও অভিযোগ মানতে চাননি স্থানীয় কাউন্সিলর।


পিকনিক গার্ডেনেও 'বিপদ'
শনিবার পিকনিক গার্ডেনে ভেঙে পড়ে একটি চারতলা বাড়ির একাংশ। এক্ষেত্রেও বাড়িটি নির্মীয়মাণ বহুতল ছিল। বাড়িতে রঙের কাজ চলাকালীন নীচে দাঁড়িয়ে থাকা মোটরবাইকের উপর ভেঙে পড়ে সিমেন্টের চাঙড়। অল্পের জন্য রক্ষা পান এক ব্যক্তি। এখানেও অভিযোগ উঠেছে বাড়িটি বেআইনি ভাবে তৈরি করা হচ্ছিল।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: জন্মদিনের কেক খেয়েই মৃত্যু? ১০ বছরের একরত্তির প্রাণ কাড়ল কী?