WhatsApp Features: হোয়াটসঅ্যাপে (WhatsApp) আসতে চলেছে 'সাজেস্টেড চ্যাট' ফিচার (Suggested Chat)। অ্যাপের মধ্যেই এই সেকশন বা বিভাগ লক্ষ্য করা যাবে। এখনও পর্যন্ত যা শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপের লেটেস্ট Android 2.24.7.23 beta আপডেটে এই ফিচার দেখা গিয়েছে। এই ফিচারের সঙ্গে ফেসবুকের সাজেশন ফ্রেন্ড ফিচারের মিল রয়েছে অনেকটাই। আপনি যেমন নিজের ফেসবুকের ফিডে ফ্রেন্ডস সাজেশন দেখতে পান, এবার হোয়াটসঅ্যাপেও তেমনটাই হতে চলেছে বলে অনুমান। ফেসবুকে মূলত আপনার পরিচিত লোক অথচ ফ্রেন্ড লিস্টে নেই, তাঁদেরকেই সাজেশনে দেখানো হয়। হোয়াটসঅ্যাপের 'সাজেস্টেড চ্যাট'- এর ক্ষেত্রেও তেমনই হতে চলেছে বলে আভাস পাওয়া গিয়েছে। অর্থাৎ যাঁদের সঙ্গে আপনি কখনও হোয়াটসঅ্যাপে চ্যাট করেননি, অথচ আপনার কনট্যাক্ট লিস্টে রয়েছে কিংবা সদ্য কাউকে কনট্যাক্ট লিস্টে যোগ করেছেন- এইসব ইউজারদের দেখতে পাওয়া যাবে 'সাজেস্টেড চ্যাট'- এর সেকশনে। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ অ্যাপের মূল চ্যাট স্ক্রিনের নীচের দিকে থাকতে চলেছে এই 'সাজেস্টেড চ্যাট' সেকশন বা বিভাগটি। ইউজাররা যাতে আরও বেশি সংখ্যক মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংযুক্ত হতে পারেন, সেই জন্যই চালু করা হচ্ছে এই নতুন ফিচার। 


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo এই ফিচারের কথা প্রথম প্রকাশ্যে এনেছে। কবে সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপে এই সাজেস্টেড চ্যাট ফিচার চালু হবে তা নিশ্চিত ভাবে এখনও জানা যায়নি। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ভার্সানেও হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে কিনা সেই প্রসঙ্গেও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মতে, এই নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজারদের কমিউনিকেশন বা যোগাযোগ অন্যান্য ইউজারদের সঙ্গে আরও ভাল হবে। কনট্যাক্ট লিস্টে থাকা কে বা কারা হোয়াটসঅ্যাপে রয়েছেন সেটাও সহজে বোঝা যাবে। ইউজারদের সুবিধায় প্রায়ই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ নতুন ফিচার চালু করে। এই সাজেস্টেড চ্যাট- ও তেমনই একটি ফিচার।


হোয়াটসঅ্যাপে মেসেজ খুঁজে পাওয়া সুবিধা হবে নতুন ফিচারের সাহায্যে 


দরকারি মেসেজ ইউজাররা যাতে চ্যাটের মধ্যে সহজেই খুঁজে পান, সেই জন্য হোয়াটসঅ্যাপের 'পিন মেসেজ' ফিচারে এসেছে কিছু পরিবর্তন। বর্তমানে একটি চ্যাটের মধ্যে একসঙ্গে তিনটি মেসেজ পিন করে রাখার সুবিধা পাবেন ইউজাররা। আগে এই সংখ্যা ছিল একটি। হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে একসঙ্গে তিনটি মেসেজ পিন করে রাখার সুবিধা চালু হওয়ার ফলে প্রয়োজনীয় একাধিক ফিচার হাতের নাগালে রাখতে পারবেন ইউজাররা। 


আরও পড়ুন- ভারতে ভিভো এক্স ফোল্ড ৩ লঞ্চের সম্ভাবনা, দেশের 'স্লিমেস্ট ফোল্ডেবল ফোন' হতে পারে এটি