কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: গরমের কারণে ২৬ জুন পর্যন্ত সরকারি স্কুলে ছুটি। সরকারি বিজ্ঞপ্তির পর অনলাইনের পথে বেসরকারি স্কুলের (Private School) একাংশ। লা মার্টিনিয়ার থেকে সাউথ পয়েন্ট। গরমের ছুটির পর, ফের ছুটি দিতে নারাজ শহরের একাধিক বেসরকারি স্কুল। অনলাইনের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেশিরভাগ বেসরকারি স্কুল কর্তৃপক্ষ।
অনলাইনের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত: দেড় মাসের গরমের ছুটির পর, ফের ১১দিন ছুটি। রাজ্য সরকারের এই নির্দেশ ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। সরকারি ও সরকার অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে এই বর্ধিত গরমের ছুটি কার্যকর হয়েছে। ICSE ও CBSE অনুমোদিত স্কুলগুলিকেও বিজ্ঞপ্তির কপি পাঠায় রাজ্য সরকার (West Bengal Governmnet)। কিন্তু, এত লম্বা গরমের ছুটির পর, ফের ছুটি দিতে নারাজ শহরের একাধিক বেসরকারি স্কুল। এই পরিস্থিতিতে অধিকাংশ বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলই অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
যেমন, বুধবার থেকে অনলাইনে ক্লাসের (Online Class) সিদ্ধান্ত নিয়েছে লা মার্টিনিয়ার স্কুল কর্তৃপক্ষ। সাউথ পয়েন্টে নার্সারি থেকে ক্লাস ফাইভের পড়ুয়াদের বুধবার থেকে ২৪ জুন পর্যন্ত, অনলাইন ক্লাস হবে। বৃহস্পতিবার থেকে ২৪ শে জুন পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার কথা জানিয়েছে ডিপিএস রুবি পার্ক। বুধবার খোলার কথা ছিল শ্রী শিক্ষায়তন স্কুল। কিন্তু সরকারি বিজ্ঞপ্তির পর আপাতত তারা অনলাইনে পঠনপাঠন চালাবে বলে জানিয়েছে। সেন্ট জেমস স্কুলে ২৬ জুন পর্যন্ত হবে অনলাইনে ক্লাস। আগামী সোমবার খোলার কথা ছিল গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল। আপাতত অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এবছর, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে২৪ মে থেকে ৪ জুন, মোট ১১ দিন গরমের ছুটি দেওয়ার কথা ছিল। কিন্তু, প্রচণ্ড গরমের কারণে, ২৭ এপ্রিল মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ২ মে থেকে গরমের ছুটি চালু করার জন্য। অর্থাৎ, ২৪-এর পরিবর্তে, ২ মে থেকে ছুটি শুরু হয়। শেষ হওয়ার কথা ১৫ জুন অর্থাত্ বুধবার। কিন্তু প্রচণ্ড গরমের কারণ দেখিয়ে, সোমবার ফের ১১ দিনের জন্য গরমের ছুটি বাড়ানোর ঘোষণা করে রাজ্য সরকার। অর্থাৎ ২৬ জুন অবধি চলবে ছুটি। তবে, এই বর্ধিত গরমের ছুটি দুই পাহাড়ি জেলা, দার্জিলিং ও কালিম্পঙে কার্যকর হচ্ছে না।
আরও পড়ুন: Weather Update: অবশেষে স্বস্তি! বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা ঢোকার সম্ভাবনা