পুরুষোত্তম পণ্ডিত, কলকাতা: জি ফাইভের ওয়েব সিরিজ (Web Series) 'দ্য ব্রোকেন নিউজে' (The Broken News) দু’টি নিউজ চ্যানেল ‘আওয়াজ ভারতী’ আর ‘জোশ টোয়েন্টিফোর সেভেন’-এর মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে গল্প। দীপঙ্কর সান্যাল জোশ টোয়েন্টিফোর সেভেনের এডিটর, অ্যাঙ্কর। এই চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ অহল্বাত। ‘পাতাল লোক’ মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে জয়দীপের জনপ্রিয়তা নজর কেড়েছে।
'দ্য ব্রোকেন নিউজ' ওয়েব সিরিজের-
আওয়াজ ভারতীর অ্যাঙ্কর এডিটর আমিনা কুরেশির চরিত্রে অভিনয় করে ওটিটিতে পা রাখলেন সোনালি বেন্দ্রে (Sonali Bendre)। আমিনার সহকারী পঙ্কজ অবস্থির চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত, রাধা ভার্গবের চরিত্রে শ্রিয়া পিলগাঁওকর অভিনয় করেছেন এই সিরিজে। দীপঙ্কর আর আমিনার দ্বন্দ্বই এই সিরিজের মূল উপজীব্য। দীপঙ্কর কখনও ভয় দেখিয়ে, কখনও অর্থের বিনিময়ে, কখনও ব্ল্যাকমেল করে নিজের শো এর জন্য যেভাবে খবর জোগাড় করে তা একেবারেই বাস্তবের ধারপাশ দিয়ে যায়না। আবার সোনালি বেন্দ্রের চরিত্রে যতটা কোমলতা আরোপ করা হয়েছে সেটাও বাস্তবিক নয়। নিউজ চ্যানেল টক-শোয়ের একজন প্রধান বক্তা, যিনি প্রাইম টাইম শোয়ে রয়েছেন, তিনি হঠাৎ করে কিছু না বলেই প্রতিদ্বন্দ্বী চ্যানেলে চলে যান ও পরে আমিনাকে ফোন করে ক্ষমা চান। এক্ষেত্রে যতটা নরমভাবে সহমর্মিতা দেখান আমিনা, তা একেবারেই আষাঢ়ে গল্প।
আরও পড়ুন - Kishore Kumar: কিশোর কুমারের একাধিক বিবাহ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিলেন অমিত কুমার
রাধার ‘আওয়াজ ভারতী’ ছেড়ে জোশ টোয়েন্টিফোর সেভেনে যোগ দেওয়া, এথিক্যাল সমস্যার কারণে আবার পুরোনো চ্যানেলে ফেরৎ আসা বাস্তবচিত হলেও প্রশ্ন জাগে, দীপঙ্করের সঙ্গে পূর্ব পরিচয় থাকা সত্ত্বেও কী করে রাধা এমন একজন এডিটরের টিমে কাজ করতে রাজি হলেন? কেবলমাত্র খবর করতে চাওয়ার খিদে থেকে দীপঙ্করের টিমে যোগ দেওয়া রাধার পেশাদারিত্ব ও সাংবাদিকের সাধারণ বোধশক্তিকেই প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করায়। এর আগের সমস্ত টেলিভিশন জার্নালিজম নির্ভর সিরিজের মতই এই সিরিজেরও রিসার্চ ওয়ার্ক ও চিত্রনাট্য খুবই দুর্বল। বিনোদনের জন্য অনাবশ্যক, অতিনাটকীয় চরিত্র ও তাদের কাজকর্ম দেখতে দেখতে ক্লান্তি আসতেও পারে। তবে শেষে বলতেই হয় সিরিজটির সব চরিত্রের ব্যক্তিগত ও পেশাগত জীবনের টানাপোড়েন সাফল্যের সঙ্গে তুলে ধরেছেন পরিচালক বিনয় ওয়াইকুল।