প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya), কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ (Kalyanmoy Ganguly) ৭ জনকে আলিপুরে সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতে পেশ করা হবে। দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং-কেও তোলা হবে আদালতে। সিবিআই সূত্রে খবর, কেউ জামিনের আবেদন জানালে তার বিরোধিতা করবে তারা। গত কয়েকদিনের তদন্তে পার্থ, সুবীরেশ সম্পর্কে কী নতুন তথ্য উঠে এসেছে, তা আদালতকে জানানোর পাশাপাশি, জামিনের বিরোধিতার কারণও স্পষ্ট করবে সিবিআই। 


এখনও পর্যন্ত...
দুদিন আগে ইডির আইনজীবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে বলেছিলেন, এই মনীষী বাংলাকে ১০০ বছর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু বাংলাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, গত ১৪ দিনে তদন্ত করে কী জানা গেল সেটা আজ কেস ডায়েরিতে জানাবে সিবিআই। এর মধ্যে আবার ইডি দাবি করেছিল, কুন্তল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়কে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন। এখন দেখার বিষয়, এই দিন এই নিয়ে নতুন কোনও তথ্য প্রকাশ করে কিনা সিবিআই। সব মিলিয়ে দুর্নীতির শিকড় কতটা গভীরে, নতুন কোনও বিস্ফোরক তথ্য় জানা গেল কিনা সব দিকেই নজর থাকছে এই দিন। 

গ্রেফতারি...
নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দেহে ইডির হাতে গত বছর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরই রাজ্যজুড়ে আলোড়ন শুরু হয়ে গিয়েছিল। তার পর ধীরে ধীরে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে ধরা পড়েন  সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ ৭ জন। তদন্ত এগোতে শুরু করলে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসে। কয়েক সপ্তাহ আগেই কুন্তল ঘোষকে গ্রেফতার করে ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। প্রায় ২৪ ঘন্টা তল্লাশি চালানোর পর গ্রেফতার হন কুন্তল। গ্রেফতারের আগে কুন্তল ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি-র। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়, দাবি ইডি সূত্রে। খোঁজ মেলে এক ধূসর রংয়ের ডায়েরির যার প্রতিটি পাতাতেই রয়েছে বিস্ফোরক তথ্য। কারণ সেখানেই রয়েছে কোটি কোটি টাকার হিসেব। নিয়োগ দুর্নীতির তদন্তে নজর যায় এমনই একটি ডায়েরিতে। অভিযোগ, সেটি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ডায়েরি। ইডি দাবি করেন, সেখানেই রয়েছে কুন্তল ঘোষকে দেওয়া কোটি কোটি টাকার হিসেব। রয়েছে কুন্তল ঘোষের সইও। ইডি সূত্রে দাবি এর মধ্যে বেশ কয়েকটি তাঁর সই বলেও স্বীকার করেছেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক।    


আরও পড়ুন:ফাইনালে শুরুতেই ব্যাটিং বিপর্যয় বাংলার, ৩৪ রানে হারাল ৫ উইকেট