প্রকাশ সিনহা, কলকাতা :  SSC দুর্নীতিকাণ্ডে ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে নগর দায়রা আদালতে পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) ও অর্পিতা মুখোপাধ্যায়কে ( Arpita Mukherjee ) পেশ। ভার্চুয়াল শুনানিতে যে কোনও শর্তে জামিনের আবেদন করলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। 



আদালতে তাঁর আইনজীবীর সওয়াল, প্রয়োজনে তাঁকে একা বাড়িতে পুলিশি নজরদারিতে রাখা হোক। আইনজীবীর আবেদন, সশরীরে হাজিরা দেওয়া মৌলিক অধিকার। জেল কর্তৃপক্ষ আমার মক্কেলের মৌলিক অধিকার খর্ব করার চেষ্টা করছে।


'শারীরিক অসুস্থতা রয়েছে পার্থ'
আইনজীবীর দাবি, বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর চিকিৎসা প্রয়োজন। জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে শুনানিতে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। জানান, 'অপা ইউটিলিটি সার্ভিসেসের অংশীদার ছিলেন না পার্থ, ফাঁসানো হচ্ছে’

আইনজীবী আরও দাবি করেন, এসএসসি বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন না পার্থ চট্টোপাধ্যায়। ' ইডি নথিতে আমার মক্কেলের সই আছে বলে দাবি করায় তিনি সেটা অস্বীকার করেছেন, এটা কি অসহযোগিতা? ইডি দাবি করছে, ডামি ডিরেক্টরদের বয়ান রেকর্ড করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন তাঁরা কারা? অস্থাবর সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এলআইসি পলিসি পার্থর নামে নয়।' ভার্চুয়াল শুনানিতে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। 
                                           


'ভার্চুয়াল শুনানি'
SSC দুর্নীতিকাণ্ডে বুধবার নগর দায়রা আদালতে পার্থ চট্টোপাধ্যায়অর্পিতা মুখোপাধ্যায়ের মামলার ভার্চুয়াল শুনানি হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে হাজির ছিলেন পার্থ-অর্পিতা। ইডি প্রাক্তন মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠের জামিন-আবেদনের বিরোধিতা করে।  SSC দুর্নীতিকাণ্ডে জেলবন্দি রয়েছেন পার্থ-অর্পিতা। ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বুধবার তাঁদের নগর দায়রা আদালতে তোলা হয় । নিরাপত্তার কারণে জেল কর্তৃপক্ষের তরফে প্রাক্তন মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতার ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়।


তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের পরদিন, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেছিলেন ইডি অফিসাররা। সেদিন রাতেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টাকার পাহাড়। পরদিন ইডি’র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়।