সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee )  ও অর্পিতা মুখোপাধ্যায়কে ( Arpita Mukherjee )  ফের আদালতে তোলা হবে। এর আগে পার্থ-অর্পিতার ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।


ইডি কি চাইবে ?
ইডি সূত্রে খবর, জেরা পর্ব চলাকালীন বেশ কিছু তথ্য মিলেছে। এই পরিস্থিতিতে দু’জনকেই ফের জেরা করার প্রয়োজন আছে বলে মনে করছেন ইডি-র (ED ) তদন্তকারীরা। সেই কারণেই পার্থ-অর্পিতাকে ফের হেফাজতে নেওয়ার ভাবনা ইডি-র।

আরও পড়ুন : 


' TMC নেতা-নেত্রী-সহ শ'খানেক নাম জমা দিয়েছি’ অমিত-সাক্ষাৎ শেষে দাবি শুভেন্দুর


ঘটনাক্রম 
গত ২২ জুলাই । গত শুক্রবার সকাল থেকে গভীর রাত। ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর তাঁকে বার করা হয় বাড়ির বাইরে। অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা, শুধু টাকা গোনা হয় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে । টাকা গুনতে আর গয়নার হিসাব করতেই লেগে যায় একদিন ! এরপরই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ED।


এরপর তাঁকে আদালতে তোলা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দেয় বিশেষ ইডি আদালত। তাঁকে ৩ অগাস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আদালতে ED-র আইনজীবী দাবি করেন, স্কুলে নিয়োগ নিয়ে ১২০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। আরও ১০০ কোটি উদ্ধার করতে হবে।  তিনি আরও দাবি করেন, প্রাথমিক থেকে SSC, নিয়োগ দুর্নীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। রবিবার ইডির করা মামলায় ৮ দফা নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বলা হয়, সোমবার সকাল সকাল এয়ার অ্যাম্বুল্যান্সে করে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যেতে হবে ভুবনেশ্বর এইমসে। গুরুতর অসুস্থ নন বলে, পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি নিতে চায়নি ভুবনেশ্বরের AIIMS কর্তৃপক্ষ।