সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : শুক্রবার পার্থ ( Partha Chatterjee ) - অর্পিতাকে ( Arpita Mukherjee ) ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তারপর কেটে গেল তাঁর প্রথম রাত ( First Night In Jail ) । কী খেলেন তাঁরা, কেমন কাটল তাঁদের প্রথম রাত, সেদিকে সকলেরই উৎসাহ। 


কী খেলেন পার্থ 
সূত্রের খবর, ১২ দিন ইডি ( ED ) হেফাজতে থেকে ৩ কেজি ওজন ঝরে গিয়েছে পার্থর। ১১০ কেজি থেকে তাঁর ওজন হয়ে গিয়েছে ১০৮ ! জেল ( Jail )  সূত্রে খবর, গতকাল রাতে রুটি, ডাল-সবজি খেয়েছেন পার্থ। ওষুধও খেয়েছেন সময়মতো। প্রাক্তন মন্ত্রীকে দেওয়া হয়েছিল ২টো কম্বল। সেগুলো পেতে মেঝেয় শুয়েছেন। সকালে চা-বিস্কুট দেওয়া হয় পার্থকে। রাতে একবার জেল হাসপাতালেও নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। ইডি-র তরফে দেওয়া হয়েছে পোশাক ও বই ! খবর সূত্রের। 


কী খেলেন অর্পিতা 
অন্যদিকে, আলিপুর জেলের ( Alipur Jail )  ২ নম্বর ঘরে রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়। আদালতের নির্দেশে তাঁকে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে। তদারকি করছেন জেলের সুপার। ভালো আচরণ করার জন্য বন্দিদের যে ঘরে রাখা হয়, তারই একটি ঘর অর্পিতার জন্য বরাদ্দ হয়েছে। সূত্রের খবর, জেলে আসার পর কান্নাকাটি করেন অর্পিতা। রাতে খাবার দেওয়া হলেও খাননি। সকালে তাঁকেও চা-বিস্কুট দেওয়া হয়। খবর সূত্রের। 

অর্পিতার প্রাণসংশয় ? 
অর্পিতা কি খুব টেনশনে আছেন ? শুক্রবার ইডি আদালতে জানায়, অর্পিতাকে জেল হেফাজতে পাঠানো হলে তাঁর প্রাণসংশয় রয়েছে। তাই তাঁকে জল ও খাবার দেওয়ার আগে, যেন পরীক্ষা করে দেখে নেওয়া হয়। ইডির আইনজীবীকে বিচারক পাল্টা প্রশ্ন করেন - প্রাণ সংশয় রয়েছে, একথা আপনারা নলেন কীভাবে? উত্তর ইডির তরফে বলা হয় - এটা বলা যাবে না, ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে। তাই তাঁকে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে।