শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: মাঝরাতে খাদ্য দফতরে (food department) আলো জ্বালিয়ে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর (paresh adhikari) দুর্নীতি (Scam) সংক্রান্ত নথি (documents) পাচারের চেষ্টা, অভিযোগ করল বিজেপি(BJP)। গত রাতের ঘটনা। কোচবিহারের (Coochbehar) মেখলিগঞ্জে মহকুমা খাদ্য নিয়ামকের দফতরে তালা মেরে সরকারি আধিকারিকদের আটকে রাখলেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে আধিকারিকদের উদ্ধার করে।


কী অভিযোগ?
স্থানীয়দের একাংশ জানাচ্ছেন, গত রাতে মেখলিগঞ্জে মহকুমা খাদ্য নিয়ামকের দফতরে রাত প্রায় সাড়ে ১১টা-১২টা পর্যন্ত আলো জ্বলছিল। 'কাজ' করছিলেন বেশ কয়েক জন সরকারি আধিকারিকও। কিন্তু মাঝ রাতে সরকারি দফতরে কী কাজ চলতে পারে, এই নিয়েই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা দফতরে পৌঁছে যান। আসেন কয়েক জন বিজেপি নেতাও। আধিকারিকদের কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ পদ্মশিবিরের। আধিকারিকের তালাবন্ধ রেখে পুলিশে খবর দেন তাঁরা। পরে পুলিশ এসে উদ্ধার করে তাঁদের। বিজেপি-র দাবি, বাম আমলে খাদ্যমন্ত্রী থাকাকালীন পরেশ অধিকারী যে একাধিক দুর্নীতি করেছিলেন তার তথ্য়প্রমাণ পাচার করতেই মাঝরাতে কাজ করছিলেন সরকারি আধিকারিকরা। 


কী বলছে তৃৃণমূল?
বিষয়টি নিয়ে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিককে প্রশ্ন করা হলে জানান, খোঁজ নিয়ে দেখবেন। আর যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই পরেশ অধিকারীর অবশ্য বক্তব্য, কিছু জানেন না। তাই কোনও মন্তব্য করবেন না। এই মুহূর্তে এসএসি নিয়োগ দুর্নীতিতে রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে তোলপাড় রাজ্য়। প্রত্যেক দিনই নিত্যনতুন চাঞ্চল্যকর তথ্য় উঠে আসছে ইডির তদন্তে। গত মে-মাসে একই দুর্নীতিতে তিন দিন, সাড়ে ষোলো ঘণ্টা পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এসবের মাঝে দুর্নীতির তথ্যপ্রমাণ পাচারের চেষ্টার অভিযোগে ঘিরে নতুন বিতর্ক যা ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ বেড়েছে মেখলিগঞ্জে।


এর পর কী হয়? সেটাই দেখার।


আরও পড়ুন:ইতিহাস গড়বেন হরমনপ্রীতরা? আজ কমনওয়েলথে কোন কোন ইভেন্টে নামছে ভারত?