প্রকাশ সিনহা, কলকাতা : সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে সর্বক্ষণ সিসি ক্যামেরার নজরদারিতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় ! খেতে - ঘুমোতে -উঠতে সব সময় ক্যামেরার চোখ তাঁদের দেখছে ! আগামীকাল ফেল তাঁদের স্বাস্থ্যপরীক্ষা। পরের দিন তাঁদের কোর্টে পেশ করার দিন। তাই আজ ম্যারাথন জিজ্ঞাসাবাদ হবে, এমনটাই খবর ইডি সূত্রে। 

জেরা পর্বের ভিডিওগ্রাফি
গতকালই স্বাস্থ্যপরীক্ষায় যায় পার্থ-অর্পিতা। জোকা ইএসআই-তে ঢোকা ও বেরনোর সময় বিস্ফোরক মন্তব্য ক আলাদা লক আপে দুটি আলাদা ক্যামেরায় নজরদারি চলছে। এছাড়া, প্রথম দিন থেকে দু’জনের জেরা পর্বের ভিডিওগ্রাফি করা হচ্ছে। জানা গিয়েছে সবমিলিয়ে প্রায় ৫০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে তাঁদের।  আজ সকাল থেকে পার্থ-অর্পিতাকে জেরা শুরু করেছেন ইডি-র তদন্তকারীরা। বয়ান মিলিয়ে দেখার পর দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা। 


ষড়যন্ত্রের অভিযোগ
নিয়োগ-দুর্নীতির মামলায় ইডি’র হাতে গ্রেফতারির পর এক সপ্তাহ কেটে গেছে। এর মধ্যে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট থেকে এবং কোটি কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে। সরকার এবং দলের সমস্ত পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর শুক্রবার প্রথম মুখ খুলে, ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। 


তবে ষড়যন্ত্রের অভিযোগ তুললেও, পার্থ চট্টোপাধ্যায় সেদিন কার্যত বুঝিয়ে দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আস্থা এখনও অটুট। রবিবার তাঁকে স্বাস্থ্যপরীক্ষার জন্য জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই  ফের পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা যায় ষড়যন্ত্রের অভিযোগ। 


উদ্ধার হয়েছে নগদ ৫০ কোটি টাকা । এবং কোটি কোটি টাকার সোনা। এবার পার্থ ও অর্পিতার ফ্রিজ করা অ্যাকাউন্টেও ৮ কোটি টাকার হদিশ মিলল বলে ইডি সূত্রে দাবি! আর যেদিন ইডি সূত্র মারফত এই তথ্য সামনে এল, সেদিনই টাকা উদ্ধার নিয়ে প্রথমবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়! ইডি সূত্রে দাবি,  পার্থ-অর্পিতার ফ্রিজ করা অ্যাকাউন্টের এই ৮ কোটি টাকা নিয়ে খোঁজখবর শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যাঙ্ক থেকে নথি সংগ্রহ করা হয়েছে। আর কোনও ব্যাঙ্কে টাকা জমা আছে কি না, সেটিও খতিয়ে দেখছে ইডি। বিভিন্ন মহলে প্রশ্ন, এই বিপুল পরিমাণ টাকার উৎস কী? কোথা থেকে এল এই কোটি কোটি টাকা? কে দিয়েছিল এত টাকা? ইডি সূত্রে দাবি, জেরার মুখে ইতিমধ্যে অর্পিতা দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা তাঁর নয়! পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর কর্মীরাই ফ্ল্যাটে টাকা রেখে যেতেন! রবিবার উদ্ধার হওয়া বিপুল অঙ্কের টাকা প্রসঙ্গে, প্রথমবার মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়। বলেন , 'আমার নয়, আমার নয়, আমার নয়। আমি কোনওদিন টাকার লেনদেন করি না।' 


আপাতত নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে বুধবার অবধি ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে কী কী তথ্য উঠে আসে, সেদিকেই সবার নজর।