আবির ইসলাম, বীরভূম: তাঁর টিনের চালের বাড়ি। স্বামীর সঙ্গে মাঝে মধ্যে অন্যের জমিতে দিন মজুরের কাজও করেন। তিনি বীরভূমের (Birbhum) ইলামবাজার (Ilambazar) গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। সত্‍, সাদাসিধে প্রধানের প্রশংসায় পঞ্চমুখ গ্রামবাসীরা। বিরোধী বিজেপির মুখেও ব্যতিক্রমী প্রধানের প্রশংসা। 


পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হয়েছেন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। 


কাটমানি, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ প্রায় প্রতিদিনই উঠছে। এই যখন অবস্থা, তখন তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত প্রধানের সাদাসিধে জীবনযাপন প্রায় চমকে দেওয়ার মতো। টিনের চালের বাড়ি। দেওয়ালও টিনের। মাটি দিয়ে নিকোনো উঠোন। এই বাড়ির বাসিন্দা মালতি বিশ্বাস। বীরভূমের ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। গত বছরের সেপ্টেম্বর থেকে প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। স্বামী, এক ছেলে, এক মেয়েকে নিয়ে সংসার। সেই সংসারের কাজ সামলান। 


স্বামী অন্যের জমিতে দিন মজুর। পঞ্চায়েত প্রধানও স্বামীর সঙ্গে দিন মজুরের কাজ করেন। আবার পঞ্চায়েতের কাজ দক্ষতার সঙ্গে সামলান প্রধান। মালতি বলছেন, ''বাড়ির কাজ করতে হয়। এছাড়াও সংসার সামলে এরপর প্রধানের দায়িত্বও সামলাতে হয়। চেষ্টা করি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি যাতে। 


সরকারি প্রকল্পে যিনি গ্রামবাসীদের অনেকের মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করেছেন, তাঁর নিজের বাড়িতেই টিনের ছাদ। সত্‍, সাদাসিধে প্রধানের প্রশংসায় পঞ্চমুখ গ্রামবাসীরা। ইলামবাজারের বাসিন্দা শেখ ফিরোজ বলেন, ''এই রকম প্রধান আমরা কখনও দেখিনি। এত সাদাসিধে কখনও দেখিনি। মাঠে কাজ করেন, আবার পঞ্চায়েতের কাজও করেন।''


ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের সচিব গোপীরঞ্জন পাল বলেন, "প্রধান যে জীবন যাপন করেন, তা দেখার মতো বিষয়। ওঁকে দেখে ভাল লাগে।''


তৃণমূলকে কটাক্ষ করলেও প্রধানের প্রশংসা বিজেপির গলাতেও। সেই এলাকার বিজেপি ব্লক সভাপতি সুখদেব বিশ্বাস বলেন, ''এই প্রধান সত্যিই একটু আলাদা। একদম সাদাসিধে জীবন যাপন করেন। তৃণমূল ওকে কাঠের পুতুল করে রেখেছে। অন্য নেতারা কাটমানি খায়।''


তৃণমূলের ব্লক সভাপতি জানিয়েছেন, ''কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন পুরস্কার পেয়েছে এই গ্রাম পঞ্চায়েত। কারণ, মালতি বিশ্বাসের মতো প্রধান রয়েছে। বিজেপি প্রশংসা করেও যে কটাক্ষ করেছে, এটা ওদের কাজ।''



পঞ্চয়েত স্তরেও দুর্নীতির অভিযোগ কম নয়। সে জায়গায় ব্যতিক্রম ইলামবাজারের পঞ্চায়েত প্রধান। দুর্নীতির অন্ধকারে তিনি এক উজ্জ্বল উদাহরণ।