কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হল। অর্পিতার ১৬টি সম্পত্তি বাজেয়াপ্ত কারর প্রক্রিয়া শুরু করল আয়কর দফতর। ওই সব সম্পত্তির মধ্যে কয়েকটি আগেই বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল ED. (Arpita Mukherjee)
আলিপুর মহিলাপুর সংশোধনাগারে অর্পিতাকে জেরা করে আয়কর দফতর। ওই ১৬টি সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ED সূত্রে খবর, এর্পিতা জানিয়েছেন, ওই ১৬টি সম্পত্তিই তাঁর। আয়কর দফতরের সামেন পার্থর নাম নেননি অর্পিতা। তবে জেরার সময় তিনি কান্না ভেঙে পড়েন বলে জানা গিয়েছে। এর আগে যদিও ED-র জেরায় পার্থর নাম নিয়েছিলেন তিনি। (Partha Chatterjee)
কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, জেরাপর্বে বেশিরভাগ সময়টাই কান্নায় ভেঙে পড়েন অর্পিতা। আয়কর দফতর সূত্রে খবর, জেরায় অর্পিতা দাবি করেন, ওই সব সম্পত্তি তাঁরই। কিন্তু ওই সম্পত্তিগুলির উৎস কী, কোথা থেকে তা এসেছে, সেসব তাঁর মনে নেই। সূত্রের খবর, জবাবে অসন্তুষ্ট হয়ে ১৬টি বেনামি সম্পত্তি অ্যাটাচ করার প্রক্রিয়া শুরু করেছে আয়কর দফতর। ওই সব সম্পত্তির মধ্যে আগেই কয়েকটি অ্যাটাচ করেছে ED.
আরও পড়ুন: South 24 Parganas: জলমগ্ন একাধিক বাড়ি, চাষের জমি, জলোচ্ছ্বাসে তলিয়ে গেল কংক্রিটের নদীবাঁধ
কয়েক দিন আগেই ED-র স্পেশ্যাল কোর্টে আবেদন জানায় আয়কর। বেনামি সম্পত্তি আইনে অর্পিতাকে জেরা করতে চান বলে জানানো হয় আবেদন। সেই মতো জেলে গিয়ে জেরা করা হয় অর্পিতাকে। মোট ১৬টি সম্পত্তির তালিকা তৈরি করা হয়। সেই নিয়ে প্রশ্ন করলে অর্পিতা স্বীকার করেন, ওই সম্পত্তি তাঁর এবং তাঁর সংস্থার নামে রয়েছে, কিন্তু টাকা কোত্থেকে এল জানতে চাইলে দাবি করেন,কিছু জানেন না তিনি। কিছু মনে করতে পারছেন না। অর্পিতা তথ্য গোপন করছেন বলে মনে করছেন আয়কর দফতর আধিকারিকরা।
এর আগে ED-র জেরায় লিখিত বয়ানে পার্থর নাম উল্লেখ করেন অর্পিতা। কিন্তু আয়কর আধিকারিকদের সামনে একটি বারও পার্থর নাম নেননি অর্পিতা। বরং জানান, সমস্ত সম্পত্তি তাঁর। কিন্তু সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এসেছে বলে জানিয়েছেন তিনি। ইচ্ছাকৃত ভাবেই তদন্তকারীদের অর্পিতা বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে। আপাতত সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করে সেগুলিকে বেনামি সম্পত্তি ধারার এনে মামলা করা হবে বলে খবর।