কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নিরাপত্তায় আরও জোর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। প্রতি ৪৮ ঘণ্টা অন্তর তাঁদের ডাক্তারি পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। সেই অনুযায়ী, মঙ্গলবার ফের জোকার ESI হাসপাতালে পার্থ এবং অর্পিতার মেডিক্যাল টেস্ট করা হবে। ইডি-র কনভয়ে থাকবে ৬টি গাড়ি। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থাকা পার্থ-অর্পিতার নিরাপত্তার দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর ৮৬ জন জওয়ান।


আজ ফের ডাক্তারি পরীক্ষা পার্থ-অর্পিতার


ইডি সূত্রে খবর, এ দিন বেলা সাড়ে ১০টার পর সিজিও কমপ্লেক্স থেকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে পার্থ এবং অর্পিতাকে। তাৎপর্যপূর্ণ ভাবে তার জন্য ৬টি গাড়ির কনভয় তৈরি রাখা হয়েছে। সকাল সকাল সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন ৮৬ জন জওয়ান। এছাড়াও ইডি-র উঁচুস্তরের আধিকারিকরা রয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, কড়া নিরাপত্তায় গোটা প্রক্রিয়া চলবে। 


এই মুহূর্তে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে পার্থ এবং অর্পিতাকে। কখনও আলাদা, কখনও আবার আলাদা আলাদা বসিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। মানিক ভট্টাচার্যের সঙ্গে পার্থকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মধ্যেই ফের মঙ্গলবার পার্থ এবং অর্পিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার কথা।


আরও পড়ুন: Abhishek Banerjee : মন্ত্রিসভার রদবদলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতামতেই গুরুত্ব? ইঙ্গিত তেমনই


আদালতের নির্দেশে ১০ দিনের ইডি হেফাজত হয় পার্থ এবং অর্পিতার। তাতে ইতিমধ্যেই কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। হদিশ মিলেছে একাধিক সম্পত্তির। বুধবার আদালেত তার বিশদ তথ্য তুলে ধরবেন তদন্তকারীরা। অর্পিতার দাবি, উদ্ধার হওয়া সমস্ত টাকা পার্থর। আবার পার্থর দাবি, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। অর্থাৎ দু’জনের দাবি পরস্পরের থেকে বিপরীতমুখী। 


দফায় দফায় জিজ্ঞাসাবাদ পার্থ-অর্পিতাকে


পার্থ এবং অর্পিতার নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির হদিশ মিলেছে, সেগুলি সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। প্রায় প্রতিদিনই কোনও না কোনও জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যে যে ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত টাকা উদ্ধার হয়েছে, সেখান থেকে সংগ্রহ করা হচ্ছে সিসিটিভি ফুটেজও। দু’জনের জিজ্ঞাসাবাদপর্বও ভিডিও রেকর্ড করছেন তদন্তকারীরা।