সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা:  জেলে (Jail) অতিরিক্ত সুবিধা নিতে চান না পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দাবি প্রেসিডেন্সি (Presidency) জেল কর্তৃপক্ষের। সূত্রের খবর, পা ও কোমরে ব্যথা রয়েছে। কিন্তু জেল হাসপাতালে যেতে চাননি প্রাক্তন মন্ত্রী। গতকাল বিকেলে নিরাপত্তারক্ষীর সামনেই সেলের বাইরে পায়চারি করেন। আজ জেলে গিয়ে পার্থর সঙ্গে দেখা করার কথা তাঁর আইনজীবীর।               

অন্যদিকে, অর্পিতা মুখোপাধ্যায় আগের তুলনায় স্বাভাবিক। জেলে তাঁর নিয়মিত মেডিক্যাল টেস্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করছেন অর্পিতা। খবর সূত্রের।

দ্বিতীয় দিনেও জেলে চুপচাপই থেকেছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সেলের বাইরে লাগানো হল CCTV ক্যামেরা। তবে পার্থ চুপচাপ থাকলেও, অর্পিতা মাঝেমধ্যেই কান্নাকাটি করছেন বলে জেল সূত্রে খবর।                                                                       

আরও পড়ুন, 'কাজটা খারাপ হয়েছে, মাথা গরম হয়ে গেছিল', জাদুঘরে গুলিকাণ্ডে অনুতপ্ত অভিযুক্ত CISF জওয়ান

পার্থ চট্টোপাধ্যায় ভালো আছেন। পা ও কোমরে ব্যথা আছে. তবে তিনি জেল হাসপাতালে যেতে চাননি। কোনো অতিরিক্ত সুবিধা নিতে চাননা বলে জেল কর্তৃপক্ষকে জানিয়েছেন। কাল সেলের বাইরে কিছুক্ষনের জন্য বিকেলের দিকে বের করা হয় নজরদারির মধ্যে। সেলের বাইরে হাঁটাহাঁটি করেন। নিরাপত্তারক্ষী ছিলেন সারাক্ষণ।                

সূত্রের খবর, সারাদিন চুপচাপই থাকছেন পার্থ চট্টোপাধ্যায়। সেলের মধ্যে খাট দেওয়া হয়েছে তাঁকে। বিশ্রাম নেওয়ার পাশাপাশি বই পড়ছেন। শনিবার রাতে রুটি-ডাল ও সবজির মতো ডায়বেটিক খাবার দেওয়া হয়। রবিবার সকালে সেলের মধ্যেই পায়চারি করেছেন। প্রাক্তন মন্ত্রীর সেলের বাইরে সর্বক্ষণের জন্য একজন নিরাপত্তারক্ষী রয়েছেন। তবে সংশোধনাগারে তাঁর চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ তাঁর আইনজীবীর।