কলকাতা: এক পরিবারে কাটিয়ে ফেলার ২৫ বছর। জীবনের এক বিশেষ অধ্যায়ের ২৫ বছর পার। চারজনের ছোট পরিবার ধীরে ধীরে বেড়ে ওঠা। সংসারের হাল সামলে চলা। ঘরে ও বাইরে, ব্যালান্স করে চলা। এসব এখন তাঁর অভ্যাস। তিনি টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী, অপরাজিত আঢ্য (Aparajita Adhya)। অভিনয়, আবৃত্তি, নাচ, সর্বত্রই তাঁর জুড়ি মেলা ভার। আর আজ তাঁর বিয়ের ২৫তম জন্মদিন (25th Wedding Anniversary)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন আবেগঘন পোস্ট। 


অপরাজিতা আঢ্যের পোস্ট


রবিবার রাতের দিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পরিবারের প্রিয়জনেদের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেন অপরাজিতা। বিয়ের দিনের ছবি থেকে শুরু করে সাম্প্রতিক সেলফিও রয়েছে। বাড়ির গুরুজনেদের সঙ্গে ছবি যেমন রয়েছে তেমনই রয়েছে বিভিন্ন সময়ে স্বামী অতনু হাজরার সঙ্গে ছবি। ২৫ বছরের বিবাহবার্ষিকীতে শেয়ার করলেন মনের অনেক কথা।


এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আজ রাত পোহালেই কেটে গেলো, ২৫ বছরের বিবাহিত জীবন। ওঠা পড়া আছে কিন্তু প্রতিঘাত নেই দিন গুলো কি ভাবে যে গেলো বুঝলামি না এই বাড়িতেই বয়সে ছোট্ট একটা মেয়ে কিন্তু সম্পর্কে সবার বড় সে আজ সত্যি সত্যিই সবার বড়ই হয়ে গেলো। যখন পরিবার টি তে এসে ছিলাম তখন আমায় নিয়ে আমরা ছিলাম চার জন... আজ আমরা গোটা পরিবার মিলে ১০০ জনের কিছু বেশি গুনতে নেই রোজই সংখ্যা টা বাড়ে তো তাও তো শ্বশুর মশাই আর দিদি শাশুড়ি চলে গেলেন এত তাড়াতাড়ির কি ছিল বাপু বুঝিনা। অনেক শিখেছি তার থেকেও বেশি পেয়েছি পাচ্ছি পেয়ে পেয়ে বুঝছি এখন সংসারে হিরো একজন ই হয় যে পুরোটাই কাঁধে নিয়ে হাঁটে সে হলো আমার শাশুড়ি মা নিজের ভালো লাগার থেকেও আমার ভালো লাগা নিয়ে উনি সদাই চিন্তিত কি আমার ভালো লাগলো না, কি আমি খেলাম না, সারাক্ষন.. কোনো দিনই ক্লান্তি দেখলাম না.... আমি যখন বলি মা আমার জন্য তোমার খুব জ্বালা উনি বলেন লক্ষী যেখানে ঝক্কি সেখানে..... তাই তো মা লক্ষ্মী আমাদের কুল দেবী..... ভাবছেন এত কিছু বললাম বর মশাই এর ব্যাপারে কিছু তো বললাম না ২৫ বছরের বিবাহ বার্ষিকী তে। ওটা নাহয় আমার মনেই থাক আর আপনারা ভেবেই নিন যার মা এরকম তার ছেলে কেমন হতে পারে..... আমাদের আশীর্বাদ করুন আমরা যেনো সবাই মিলে এমনি হেসে খেলে থাকতে পারি..... গুরু কৃপাহি কে বলম।' (অপরিবর্তিত)


 






কর্মক্ষেত্রে এরপর কোথায় দেখা যাবে অপরাজিতা আঢ্যকে? নভেম্বরে ঠিক হল প্রেমের দিনক্ষণ। পর্দায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে (Kaushik Ganguly) জুটি বাঁধছেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। ১৮ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty) পরিচালিত 'কথামৃত' (Kothamrito)। 


আরও পড়ুন: 'Uunchai': বন্ধুত্বের গল্প বলতে আসছে সূরজ বরজাতিয়ার 'উঁচাই', প্রকাশ্যে প্রথম পোস্টার


পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন অপরাজিতা আর কৌশিক। গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, নিজেদের পাড়ার আদর্শ স্বামী-স্ত্রী সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার। তাঁদের এই ভালোবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সমস্ত মানুষ। সনাতন কথা বলতে পারেন না। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁর মনের ভাব বুঝতে পারেন। তবে, মনের কথা বলার জন্য় তিনি একটি পকেট ডায়রি সবসময় সঙ্গে রাখেন। সেই ডায়রিটিকেই তিনি 'কথামৃত' নাম দিয়েছেন।