কলকাতা: প্রেসিডেন্সি জেলে আহত পার্থ চট্টোপাধ্যায়। মুখে চোট লেগেছে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এসএসকেএমের চিকিৎসকেরা পরীক্ষা করেন পার্থ চট্টোপাধ্যায়কে। আঘাত গুরুতর নয়, জানালেন চিকিৎসকেরা।


প্রেসিডেন্সি জেল সূত্রে খবর (Presidency jail), হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন পার্থ (Partha Chatterjee)। তাঁর মুখে চোট লেগেছে। তবে চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছে, পার্থকে নিয়ে আশঙ্কার কিছু নেই। তাঁর চোট লাগা জায়গায় প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। পার্থ বিপন্মুক্ত।                           


নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ, সুবীরেশ, কল্যাণময়দের ফের জেল হেফাজত। ২ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। কয়েকদিন আগেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত নীরবতা পালন করেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। উল্টে পরামর্শ দেন ভাল থাকার।                                        


পার্থর কী প্রতিক্রিয়া


ইডির চার্জশিট অনুযায়ী, অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেছেন তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা এবং বিপুল গয়না পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। তা নিয়েই আদালত চত্বরে বারবার প্রশ্ন করা হলেও, রা-টুকুও কাড়লেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, “ইডি চার্জশিটে দাবি করেছে যে, অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, টাকা ও সোনা সবই আপনার। কী বলবেন?’’ সাংবাদিকরা আরও জানতে চান, "কুন্তল ঘোষ জানিয়েছে, যে আপনাকে ১০ লক্ষ টাকা দিয়েছিল'', উত্তরে পার্থ বলেন “সবাই ভাল থাকুন।’’                                                                   


শুনানিতে ফের বিচারকের প্রশ্নের মুখে পড়ে সিবিআই। তদন্তের অগ্রগতি কোথায়? সিবিআইকে প্রশ্ন বিচারকের। 'কোথাও সার্চ হয়েছে? কারও বয়ান রেকর্ড হয়েছে?' সিবিআইকে প্রশ্ন বিচারকের। 'হাইকোর্টের নির্দেশে তদন্ত করছি, বিস্তারিত তদন্ত করতে বলেছে' আদালতে সওয়াল সিবিআইয়ের। 'অভিযুক্তদেরও তো অধিকার আছে, তাঁরাও আইনি পথে লড়াই চালাচ্ছেন। একাধিক জাজমেন্ট তুলে ধরছেন', সিবিআইকে বললেন বিচারক। পাল্টা সিবিআইয়ের আইনজীবী বলেন, 'প্যানেল বাতিলের পরবর্তী পর্যায়ে তদন্ত চলছে। নিয়োগের আগে পরিকল্পনা করা হয়েছিল। ওএমআর শিট কোথায় যাবে, সবটা পরিকল্পিত ছিল। অভিযুক্তদের জোরাল ভূমিকা রয়েছে, তদন্তে উঠে আসছে নতুন তথ্য' আদালতে পাল্টা সওয়াল সিবিআইয়ের আইনজীবীর।