মুম্বই: দক্ষিণী ছবির সুপারস্টার বিজয় সেতুপতি (Vijay Sethupathi) সম্প্রতি ফের খবরের শিরোনামে রয়েছেন তাঁর সাম্প্রতিক ওয়েব সিরিজ 'ফর্জি'র জন্য। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে বলিউড তারকা শাহিদ কপূরকে। সিরিজে তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। সম্প্রতি এক সাক্ষাতকারে অভিনেতা জানালেন যে, তিনি ডায়েট করতে পছন্দ করেন না। আবার সুস্বাদু খাবার খেতেও ভালোবাসেন। তাহলে কীভাবে নিজের ওজন নিয়ন্ত্রণে রাখেন অভিনেতা?
বিজয় সেতুপতির ফিটনেসের রহস্য-
সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের ফিটনেস সম্পর্কে জানান দক্ষিণী ছবির সুপারস্টার বিজয় সেতুপতি। জানালেন, তিনি ডায়েটিংয়ে এ বিশ্বাস করেন না। আবার সুস্বাদু খাবার খেতেও পছন্দ করেন। তাহলে কীভাবে খুব অল্প সময়ের মধ্যেই ওজন কমিয়ে ফেললেন অভিনেতা? বিজয় সেতুপতি বলেন, 'আমি সুস্বাদু খাবার খেতে ভালোবাসি। ওটা আমার চাই-ই চাই। আমি মনে করি, আমি যদি সুস্বাদু খাবার না খাই, তাহলে আমার জীবনের স্বাদই বুঝি চলে গেল। তাই আমি সবসময় সুস্বাদু খাবার খেয়ে থাকি।'
কিছুদিন আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন বিজয় সেতুপতি। যা কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিজয় সেতুপতির সেই ছবিতে দেখা যাচ্ছে, তিনি অল্প সময়ের মধ্যেই ওজন কমিয়ে ফেলেছেন।
আরও পড়ুন - Pathaan Box Office Collection: দেশে 'বাহুবলী ২'-এর রেকর্ড ভাঙার মুখে 'পাঠান'
প্রসঙ্গত, 'ফর্জি' মুক্তি পাওয়ার পর থেকেই নেট দুনিয়ায় প্রশংসায় ভরাচ্ছেন নেটিজেনরা। প্রাইম ভিডিওয় (Prime Video) মুক্তি পেয়েছে রাজ (Raj) ও ডিকে (DK) প্রযোজিত 'ফর্জি'। শাহিদ কপূর, বিজয় সেতুপতি (Vijay Sethupathi) অভিনীত এই সিরিজ বেশ ভালই রিভিউ পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দুই অভিনেতার প্রশংসা তো হচ্ছেই সেই সঙ্গে দর্শকের মন কেড়েছে প্রযোজকদ্বয়ের অপর স্পাই 'দ্য ফ্যামিলি ম্যান'-এর (The Family Man) চরিত্রদের ক্যামিও। 'ফর্জি' সিরিজে সন্দীপের চরিত্রে দেখা যাচ্ছে শাহিদকে। পেশায় চিত্রকর নকল নোট বানানো শুরু করে সে, উদ্দেশ্য তাঁর ঠাকুর্দার ম্যাগাজিনের ব্যবসা দাঁড় করিয়ে রাখা। কিন্তু এই কাজ করতে করতে যে ঐশ্বর্যের গন্ধ সে পায় তা থেকে দূরে থাকতে না পেরে ধীরে ধীরে অপরাধের জগতে বিরাজ করতে শুরু করে। বিজয় সেতুপতির পুলিশ চরিত্র মাইকেল, যে ভারতে জাল টাকার বিরুদ্ধে লড়াই করেন, পিছনে পড়েন এই 'ফর্জি'র।
শাহিদ কপূর, বিজয় সেতুপতি ছাড়াও এই সিরিজে দেখা গেছে, রাশি খান্না, কে কে মেনন, ভুবন অরোরা, রেজিনা কাসান্দ্রা, অমোল পালেকরকে। 'ডি২আর ফিল্মস' প্রযোজিত এই সিরিজ ভারত সহ ২৪০টি দেশ ও অঞ্চলে দেখা যাচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে, অ্যামাজন প্রাইম ভিডিওয়।