কলকাতা : জামিন পেয়ে গিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু এখনও জেলবন্দি পার্থ । বারবার জামিন চেয়েও পাননি। তাঁর বিরুদ্ধে যে যে ধারায় মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে, তাতে তাঁর সর্বোচ্চ সাজার এক তৃতীয়াংশ জেলেই কাটিয়ে ফেলেছেন পার্থ। কিন্তু এখনও তাঁর বিচার শুরু হয়নি। সেই প্রেক্ষিতেই আগেও জামিনের আবেদন করেছেন তিনি । বিচারপতিরা এক মত না হওয়ায় তিনি এখনও জেলেই। কিন্তু জামিন পেয়ে গিয়েছেন পার্থ-ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা, যাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি হিসাব বহির্ভূত টাকা। এবার আদালতে দাঁড়িয়ে অর্পিতার সঙ্গে পার্থর সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী।
আদালতে দাঁড়িয়ে সরাসরি অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলেন পার্থ। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন, পার্থর সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নেই। পার্থকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আইনজীবীর দাবি, 'নিয়োগ দুর্নীতির টাকা পাওয়া গেছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে। উদ্ধার হওয়া টাকার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই' ।
নিয়োগ দুর্নীতির টাকার সঙ্গে পার্থর যে কোনও সম্পর্ক নেই তা বোঝাতে গিয়ে আইনজীবী দাবি করেন, 'অর্পিতা মুখোপাধ্যায় একজন অভিনেত্রী, তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ানের ওপর নির্ভর করেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দায়িত্ব ছিল পর্ষদ এবং মানিক ভট্টাচার্যের। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন, তাঁর সেখানে কোনও ভূমিকাই ছিল না'
আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর সওয়াল, 'প্রায় ৫০ হাজার চাকরিপ্রার্থী বঞ্চিত হয়েছেন, সেই দায় মন্ত্রীর। পার্থ চট্টোপাধ্যায়ের টাকাই মিলেছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে, অভিযোগ ইডি-র।'
পার্থর জামিন না হওয়ার কারণ, বিষয়টি নিয়ে একমত হতে পারেননি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়। ডিভিশন বেঞ্চের কোনও মামলায় বিচারপতিরা একমত হতে না পারলে মামলাটি কোন বেঞ্চে যাবে, তা স্থির করেন প্রধান বিচারপতি। তিনি তৃতীয় কোনও বেঞ্চে মামলাটি ফয়সালার জন্য পাঠান। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি পাঠিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চে।
আরও পড়ুন :
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।