কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ, সুবীরেশ, কল্যাণময়দের ফের জেল হেফাজত। ২ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। আর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত নীরবতা পালন করলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। উল্টে পরামর্শ দিলেন ভাল থাকার।


পার্থর কী প্রতিক্রিয়া? 


ইডির চার্জশিট অনুযায়ী, অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেছেন তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা এবং বিপুল গয়না পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। তা নিয়েই আদালত চত্বরে বারবার প্রশ্ন করা হলেও, রা-টুকুও কাড়লেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, “ইডি চার্জশিটে দাবি করেছে যে, অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, টাকা ও সোনা সবই আপনার। কী বলবেন?’’ সাংবাদিকরা আরও জানতে চান, "কুন্তল ঘোষ জানিয়েছে, যে আপনাকে ১০ লক্ষ টাকা দিয়েছিল'', উত্তরে পার্থ বললেন “সবাই ভাল থাকুন।’’                          


এদিনের শুনানিতে ফের বিচারকের প্রশ্নের মুখে পড়ে সিবিআই। তদন্তের অগ্রগতি কোথায়? সিবিআইকে প্রশ্ন বিচারকের। 'কোথাও সার্চ হয়েছে? কারও বয়ান রেকর্ড হয়েছে?' সিবিআইকে প্রশ্ন বিচারকের। 'হাইকোর্টের নির্দেশে তদন্ত করছি, বিস্তারিত তদন্ত করতে বলেছে' আদালতে সওয়াল সিবিআইয়ের। 'অভিযুক্তদেরও তো অধিকার আছে, তাঁরাও আইনি পথে লড়াই চালাচ্ছেন। একাধিক জাজমেন্ট তুলে ধরছেন', সিবিআইকে বললেন বিচারক। পাল্টা সিবিআইয়ের আইনজীবী বলেন, 'প্যানেল বাতিলের পরবর্তী পর্যায়ে তদন্ত চলছে। নিয়োগের আগে পরিকল্পনা করা হয়েছিল। ওএমআর শিট কোথায় যাবে, সবটা পরিকল্পিত ছিল। অভিযুক্তদের জোরাল ভূমিকা রয়েছে, তদন্তে উঠে আসছে নতুন তথ্য' আদালতে পাল্টা সওয়াল সিবিআইয়ের আইনজীবীর।                                                                  


কুন্তলকে জেরা ইডির: এদিকে কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) জেরা করতে আজ প্রেসিডেন্সি জেলে ইডি-র আধিকারিকরা (ED Officer) যান।  ২ ঘণ্টা ধরে চলছে জিজ্ঞাসাবাদ। কার কার সাহায্যে চলত চক্র ? জানতে চায় ইডি (ED)। এত টাকা কোথায় গেল ? কারা কারা টাকা সরাতে সাহায্য করেছে ? জানতে চায় ইডি। কারা কারা সুবিধা পেয়েছে ? পার্থ-মানিক ছাড়া আর কোন  প্রভাবশালী আছেন যাঁর সাহায্যে এই চক্র চালাত কুন্তল ? জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করায় ফের জেলে এসে কুন্তলকে জিজ্ঞাসাবাদ বলে সূত্রের খবর।


আরও পড়ুন: Fire: ধোঁয়ায় ঢাকল চারপাশ, রাজ্যের দুই প্রান্তে জোড়া অগ্নিকাণ্ডে আতঙ্ক