অরিত্রিক ভট্টাচার্য ও সনৎ ঝা: রাজ্যের দুই প্রান্তে, অফিস টাইমে আগুন (Fire) লাগল গাড়িতে। ইডেন গার্ডেন্সের সামনে ধোঁয়ায় (Smoke) ঢাকল বাস। অন্যদিকে শিলিগুড়িতে সিটি সেন্টারের সামনে দাউদাউ করে পুড়ল গাড়ি। কেউ হতাহত না হলেও বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় দু'জায়গাতেই।
রাজ্যের দুই প্রান্তে জোড়া অগ্নিকাণ্ড: আতঙ্ক ছড়াল জোড়া অগ্নিকাণ্ডে। কলকাতার ব্যস্ততম জায়গার মধ্যে অন্যতম ইডেন গার্ডেন্সের সামনের রাস্তা। আর শিলিগুড়ির জনবহুল এলাকা সিটি সেন্টারের সামনে আচমকা আগুন লাগল গাড়িতে। বৃহস্পতিবার সকাল তখন সাড়ে ১১টা। যাত্রী নিয়ে ধর্মতলা থেকে হাওড়ার বোটানিক্যাল গার্ডেন যাচ্ছিল মিনিবাসটি। ইডেন গার্ডেন্সের সামনে হঠাৎ ধোঁয়া বেরোতে শুরু করে বাসের ইঞ্জিন থেকে। আতঙ্কে তড়িঘড়ি বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাস। পরে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে দিনের ব্যস্ত সময়ে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়।
অন্যদিকে, শিলিগুড়িতে সিটি সেন্টারের সামনেও একই বিপত্তি ঘটে। সকাল ১১টা নাগাদ রাস্তার ওপর দাউদাউ করে জ্বলতে থাকে একটি গাড়ি। গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে, রাস্তার পাশে গাড়ি থামিয়ে নেমে পড়েন চালক। তার কিছুক্ষণের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় গাড়িটি। ধোঁয়ায় ভরে যায় চারপাশ। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান চালক। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন দমকল কর্মীরা। দমকলের একটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। খানিক্ষণ যান চলাচল ব্যাহত হলেও দ্রুত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
নিউটাউনের (Newtown) শাপুরজির মোড়ে অস্থায়ী বাজারে ভয়াবহ আগুন (Fire)। ভস্মীভূত হয়ে যায় ৮টি দোকান। দিনকয়েক আগে শাপুরজির (Sapoorji) মোড়ে অস্থায়ী বাজারে আগুন লাগে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) আতঙ্ক ছড়ায়। দমকলের (Fire Tenders) ৩টি ইঞ্জিনের সাহায্যে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তার আগে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুর্গাপুরের (Durgapur)বেনাচিতি বাজার সংলগ্ন এলাকার ঝুপড়ির একাংশ। দমকলের (Fire Brigade) ৫টি ইঞ্জিনের ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ২০টি ঘর ভস্মীভূত হয়ে গেলেও হতাহতের কোনও খবর নেই। কী কারণে আগুন জানতে তদন্ত শুরু করেছে দমকল। ক্ষতি গ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন: Kolkata Metro: মেট্রোর পিলারকেও নীল-সাদা করার আবেদন, রেল বিকাশ নিগমকে চিঠি মেয়রের