কলকাতা:  দলের সমস্ত পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পরে সিদ্ধান্ত। ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যতদিন তদন্ত চলবে, ততদিন দল থেকে সাসপেন্ড। দল এবং দলীয় মুখপত্রে যে যে পদে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সব জায়গা থেকে অপসারিত করা হয়েছে।


২২ জুলাই রেড হওয়ার পর, ২৩ জুলাই মধ্যরাতে আমাদের দলের অত্যন্ত প্রবীণ এক সদস্যকে গ্রেফতার করে ইডি (ED)। ঠিক তারপরেই আমরা পাঁচ-সাতজন নিজেদের মধ্যে বসে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাই। কী করা উচিত তা জানাই। তারপরে আমাদের নিজেদের মধ্যে সিদ্ধান্ত হয় আমরা ২৮ জুলাই বসে আলোচনা করব। শৃঙ্খলারক্ষা কমিটির সকলে উপস্থিত থেকে নিজেদের বক্তব্য জানিয়েছেন। 


যে ঘটনা ঘটেছে, যা তথ্য আমাদের সামনে আসছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন একটা সিদ্ধান্ত আমাদের মুখ্যমন্ত্রী নিয়েছেন। মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়েছে। 


কী বার্তা অভিষেকের:
'সাধারণ মানুষের আর্শীর্বাদ আমাদের পুঁজি। সাধারণ মানুষের সঙ্গে কোনওরকম অবিচার হলে আমরা আপোষ করি না। দল চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে', বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, 'আমরা জানতে চাই এই টাকার উৎস কী? যদি কেউ কোনওরকম অন্যায় করে থাকে, কোনও অবিচারে যুক্ত থাকে। তৃণমূল কংগ্রেস তাঁকে কোনওভাবে মদত করবে না।' দ্রুত তদন্ত শেষ করার দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, 'যাঁর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের কেউ নন।'  






বিজেপিকে কটাক্ষ:
সাংবাদিক বৈঠকে বিজেপির (BJP) দিকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যা বলে তাই করে, তৃণমূল তাদের মহাসচিবকে সরিয়েছে। বিজেপি অভিযোগ উঠলেও তাদের নেতাকে সরায় না। কুলদীপ সেঙ্গারের প্রসঙ্গ তুলে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর বক্তব্যে উঠে আসে সারদা-প্রসঙ্গও। সম্প্রতি সারদা কর্তা সুদীপ্ত সেন বিজেপি নেতা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বিজেপি তারপরেও কোনও পদক্ষেপ করেনি। সেই প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 


আরও পড়ুন: 'বলির পাঁঠা করা হল পার্থকে' মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবিতে সরব সুকান্ত