কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতার মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দুটো ফ্ল্যাট থেকে কুবেরের ধনের হদিশ। রাশি রাশি টাকা থেকে সোনার তাল। সম্পত্তির নথির পাহাড়! কী নেই সেই তালিকায়! আর এসব নিয়েই এখন সোশাল মিডিয়া জুড়ে মিমের ছড়াছড়ি। টালিগঞ্জের পর,পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকেও কোটি কোটি টাকা উদ্ধার করল ED! গভীর রাতে টাকা উদ্ধারের ঘটনায় শেষ অবধি দক্ষিণকে টক্কর দিয়েছে উত্তর! টালিগঞ্জের থেকে বেশি টাকা-গয়না উদ্ধার হয়েছে বেলঘরিয়া থেকে। আর এ’নিয়ে অজস্র মিম ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।


কেউ একজন লিখেছেন, ঘুমিয়ে পরবেন না। কাউন্টিং চলছে, ভোটের নয় নোটের। রেজাল্ট দেখেই ঘুমোতে যান!

আরেকজন লিখেছেন, টানটান উত্তেজনার মধ্যে গণনা চলছে। এখনও পর্যন্ত ED সূত্র যা খবর, অপা মোর্চা ৩০+২০=৫২ কোটি ভোটে এগিয়ে। যে কোনও মুহূর্তে বেড়ে যেতে পারে!

অন্য একটি মিমে ফেলুদা বলছে...গননা কতো রাউন্ড হল? উত্তরে লালমোহন বাবু বলছেন, চার রাউন্ড শেষ!!

২০১১’এর পর এই প্রথম বাংলায় নির্বিঘ্নে গননা চলছে!

ফেসবুকে একজন লিখেছেন, ২০১১’র পর এই রাজ্যে এই প্রথম কোনও গননা হচ্ছে, যে গননা শেষে উনি বলবেন না, চারিদিকে সবুজের ঝড়। মা মাটি মানুষকে অভিনন্দন!

অন্য একটি পোস্টে লেখা হয়েছে, শতাব্দীর সেরা জোকস, দলের সবাই দুর্নীতিতে যুক্ত। কিন্তু, দল দুর্নীতিমুক্ত।

আরেকটি পোস্টে লেখা, এত টাকা নানান জায়গায় লুকিয়ে না রেখে, সবাই মিলে একটা ঘরোয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক খুলে নিলেই তো পারত...

আর একজন লিখেছেন, তোমরা টাকা জমিয়ে ফ্ল্যাট কেনো। ওরা ফ্ল্যাট কিনে টাকা জমায়!

অন্য একটি পোস্টে একজন লিখেছেন, টাকা জমিয়ে ফ্ল্যাট কেনা Is so middle class, ফ্ল্যাট কিনে টাকা জমান! 

আরেকটি পোস্টে লেখা, এক বার করে রিফ্রেস করছি, চার-পাঁচ কোটি বেড়ে যাচ্ছে!

অন্য একটি মিমে লেখা হয়েছে, সমাস করো ‘পার্থ’...পাপ লুকাতে ব্যর্থ!

অন্য একজন লিখেছেন, আমাদের ৩১ শতাংশ DA, অপার বাড়িতে রাখা!

একজন লিখেছেন, কতটা thankless job, এতো গুনছে, কিছুই পাবে না। overtime এবং ইনসেনটিভ ঘোষণা করা উচিত!

আরেকটি পোস্টে লেখা, এতো প্রায় আলিবাবা আর চল্লিশ চোরের গল্প। চোখের সামনে খুলে গেল কোষাগার। তাতে থরে থরে সাজানো গিনি, মোহর। উফ, কী রোমহর্ষক!

একজন ফেসবুক পোস্টে লিখেছেন, ATM’এ দেখতাম আগে শুধু গোলাপি নোট। এখন শুধু ১০০,৫০০। আজ বুঝলাম সব গোলাপি তো বেলঘরিয়া আর টালিগঞ্জে।


এরকমই অসংখ্য মিম এখন ঘুরপাক খাচ্ছে সোশাল মিডিয়ায়!