iQoo 9T 5G: ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও ৯টি ৫জি (iQoo 9T 5G) ফোন। ২ অগস্ট দুপুর ১২টা ৩০মিনিটে (ভারতীয় সময়) এই ফোন লঞ্চ হবে দেশে। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে ভিভোর (Vivo) সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) সংস্থার এই ফোনের সম্ভাব্য দাম ও অন্যান্য কয়েকটি ফিচার প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে এই ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা কী কী অফার পেতে পারেন তাও জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও ৯টি ৫জি ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ থাকতে চলেছে। এছাড়াও থাকবে একটি Vivo V1+ Imaging Chip। আইকিউওও সংস্থার এই ফোনে একটি E5 AMOLED ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ।


ভারতে আইকিউওও ৯টি ৫জি ফোনের দাম, উপলব্ধতা এবং লঞ্চ অফার


ভারতে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ৪৯,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হতে পারে ৫৪,৯৯৯ টাকা। Alpha এবং Legend- এই দুই রঙের অপশনে লঞ্চ হতে পারে আইকিউওও ৯টি ৫জি ফোন।


আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরা এই ফোন কেনার ক্ষেত্রে ৪০০০ টাকা ছাড় পাবেন। একটি আইকিউওও ফোনের পরিবর্তে নতুন মডেল কিনলে ৭০০০ টাকা ছাড় পাওয়া যাবে। আর যদি অন্যান্য কোম্পানির ফোন এক্সচেঞ্জ করে ফোন কেনেন তাহলে ৫০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও ১২ মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশন রয়েছে। চিনে চলতি মাসের শুরুর দিকে আইকিউওও ১০ ফোন লঞ্চ হয়েছে। বলা হচ্ছে, আইকিউওও ৯টি ৫জি ওই মডেলেরই রিব্র্যান্ডেড ভার্সান। আইকিউওও ৯ সিরিজের চতুর্থ মডেল আইকিউওও ৯টি ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এর আগে iQoo 9, iQoo 9 Pro, iQoo 9 SE লঞ্চ হয়েছিল ভারতে। 


আরও খবর- স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো- এর দাম কত হতে পারে? দেখে নিন লঞ্চের আগে