কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হতেই বিভিন্ন জেলা থেকে আসছে অশান্তির খবর। কখনও বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ করছে। কখনও আবার তৃণমূলে নিজেদের মধ্যেই মারপিটের অভিযোগ সামনে আসছে।
এবার বারাবনিতে সিপিএম প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিডিও অফিসে ঢুকতে গেলে তাড়া করে মারধরের অভিযোগ করেছে বামেরা। কেতুগ্রামেও সিপিএম প্রার্থীকে মনোনয়নে বাধা ও মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার মনোনয়ন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমানের বারাবনি!দূরবীন দিয়ে খুঁজতে হয়, বিধানসভায় শূন্য হয়ে গিয়েছে, এমনই নানা কথায় যে দলকে নিশানা করে থাকেন শাসকদলের নেতারা। তাদেরই মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ। ঝান্ডা কেড়ে নিয়ে তাড়া, পুলিশের সামনেই ধাওয়া করে মারধর, ঘিরে ধরে বেধড়ক মারধর। শনিবার বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে গেলে,বারাবনিতে সিপিএম প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, অফিসে ঢুকতে গেলে তাড়া করে মারধর তৃণমূল কর্মী-সমর্থকরা। পাল্টা প্রতিরোধ করলে, দু'পক্ষের মধ্যেই সংঘর্ষ বেধে যায়।
বারাবনির পুচড়া পঞ্চায়েতের সিপিএম প্রার্থী আফসানা খাতুন বলেন, 'নমিনেশন দিতে এসেছিলাম। কাল তাড়িয়ে দিয়েছিল। আমাদের মারধর করেছে তৃণমূল।'সিপিএমের পাশপাশি বিজেপিও তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। বারাবনির দোমহানি পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী গোপীনাথ মণ্ডল বলেন, 'বিডিও অফিসে গেটে তৃণমূলের গুন্ডারা এসে চড়াও হয় জামা ছিঁড়ে দেয়।' বারাবনির পাশাপাশি কেতুগ্রামেও, সিপিএম প্রার্থীকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেতুগ্রাম ১ নম্বর ব্লকে বিডিও অফিসে যাওয়ার পথে রাস্তা আটকানো এবং পুলিশের সামনেই সিপিএমকে মারধরের অভিযোগ উঠেছে। জখম এক সিপিএম কর্মীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হয়।
অভিযোগ অস্বীকার:যদিও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের কোনও অভিযোগই মানতে চাননি তৃণমূলের রাজ্য় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। অভিযোগ মানেননি বারাবনির অঞ্চল তৃণমূল সভাপতিও।
অশান্ত ডোমকল:মুর্শিদাবাদও অশান্ত। খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের অভিযোগ উঠল। অন্যদিকে ডোমকলে পিস্তল নিয়ে তৃণমূল নেতার দাপাদাপির ছবি ধরা পড়ল। উত্তপ্ত ডোমকলে তৃণমূল অঞ্চল সভাপতির কোমরে গোঁজা আগ্নেয়াস্ত্র। ক্যামেরার সামনে সেই অবস্থায় পুলিশ তাঁকে ধরল। তখনই পুলিশ অফিসারকে বলতে শোনা গেল, 'সামনে পেলে এরকম হবে, পালিয়ে যেতে পারতেন, এবার থানায় যেতে হবে।' সারাংপুর অঞ্চলের তৃণমূল সভাপতি বাসির মোল্লার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ডোমকলের বিডিও অফিস ঘিরে তৃণমূলের সশস্ত্র বাহিনী। সিপিএম-কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। দু’পক্ষের মধ্যে মারপিট, ধস্তাধস্তি, বাঁশ-লাঠি নিয়ে ধাওয়া, সবই দেখা যায়। দফায় দফায় উত্তেজনা শুরু হয়।
আরও পড়ুন: ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ