কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : আসানসোলে (Asansol) লরির ধাক্কায় ২ তৃণমূল কর্মীর মৃত্যু। স্থানীয় তৃণমূল (TMC) কাউন্সিলরের অভিযোগ, বালি পাচারের লরির ধাক্কাতেই মৃত্যু হয়েছে দলের ২ কর্মীর। এই ইস্যুতে পুলিশ-প্রশাসনের কড়া সমালোচনা করেন তিনি। মৃতদেহ নিয়ে হীরাপুর থানার সামনে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মীরা।
লরিতে পিষে মৃত্যু
কয়েক সেকেন্ডের ভয়ঙ্কর একটা ভিডিও ক্লিপ। গভীর রাতে দুরন্ত গতিতে ছুটে আসা লরি পিষে দিয়ে চলে যাচ্ছে ২ বাইক আরাহী তৃণমূল কর্মীকে। মঙ্গলবার গভীর রাতে আসানসোলের চিত্রা মোড়ের এই দুর্ঘটনায় বিট্টু সিং ও বিদেশ দেওঘরিয়া নামে ২ তৃণমূল কর্মীর মৃত্যু হয়। দুর্ঘটনায় একজন সেখানেই মারা যান। পরে হাসপাতালে আরও এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়।
বিস্ফোরক অভিযোগ
আর সেই জোড়া মৃত্যুকে কেন্দ্র করে ফের তেতে উঠল আসানসোল শিল্পাঞ্চল। আসানসোলের ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রর বিস্ফোরক অভিযোগ, বালি বোঝাই বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ২ তৃণমূল কর্মীর। ঘটনার নেপথ্যে পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তিনি। অশোক রুদ্রর দাবি, বালি চুরি নিয়ে সরব হওয়ায় তাঁর নিরাপত্তারক্ষীও তুলে নেওয়া হয়েছে।
নাব্যতা বাড়াতে বরাত
মাস ছয়েক আগে বার্নপুর রিভার সাইডে দামোদরের নাব্যতা বাড়ানোর জন্য Reach dredging ltd নামে এক সংস্থাকে বরাত দেয় রাজ্য। নদীবক্ষ থেকে বালি তোলার পরে, তা বোঝাই করা লরিগুলি আসানসোল শহরের মধ্যে দিয়েই যাতায়াত করে। অভিযোগ, অসময়ে বেপরোয়া লরির দাপটেই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। যদিও এই বিষয়ে টেন্ডার প্রাপ্ত সংস্থার পাল্টা দাবি, সময় মেনেই লরি চলাচল করে। যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে আলোচনা করে প্রতিক্রিয়া জানানো হবে।
এদিকে, পশ্চিম বর্ধমানের কাঁকসার পানাগড় শিল্প তালুক থেকে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। জমি শিল্প তালুকের হলেও, এই রাস্তা দিয়েই যাতায়াত করেন আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। এভাবে মাটি কাটা হলে এলাকায় ধস নামতে পারে বলে তাঁদের আশঙ্কা। ধসের আশঙ্কায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার নেতৃত্বে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও মাটি কাটায় বেআইনি কিছু নেই, অভিযোগ নস্যাৎ করে শিল্প তালুক কর্তৃপক্ষ। তাদের দাবি, যে এলাকায় মাটি খোঁড়া হয়েছে, সেখানে সৌন্দর্যায়ন করা হবে।
আরও পড়ুন- দুর্গাপুরে 'দুয়ারে সিপিএম', দ্রুত পুরভোটের দাবিতে ‘আপনার মতামত’ কর্মসূচিও