মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা। লড়াই ছিল কঠিন। কিন্তু সেখানেই ভারতের মুখ উজ্জ্বল করলেন বাংলার তিনজন। এশিয়ান ইক্যুইপড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে তিনটি সোনা জিতলেন বাংলার তিনজন ভারোত্তোলক। এদিন তাঁরা জেলায় ফিরেছেন। ওই সোনা জয়ীদের মধ্যে দুজন পশ্চিম বর্ধমান এবং একজন জলপাইগুড়ির বাসিন্দা।
বুধবার, দুজন জেলায় ফিরলে দুর্গাপুরে তাঁদের সম্বর্ধনা দেওয়া হয় পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে। দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে তাঁদের উৎসাহিত করতে এবং সম্মান জানাতে সম্বর্ধনা দেয় জেলা প্রশাসন। এই জয়ে খুশির হাওয়া জেলার ক্রীড়ামহলে। সীমিত সুযোগ-সুবিধার মধ্য়ে প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক স্তরে টক্কর দেওয়া এবং সোনা জয় অত্যন্ত সাফল্যের বলেই মনে করছেন জেলার বর্ষীয়ান ক্রীড়াবিদেরা।
কোন বিভাগে কে জয়ী:
- এই প্রতিযোগিতায় ৬৩ কেজি বিভাগে দুর্গাপুরের প্রতিযোগী সীমা দত্ত চট্টোপাধ্যায় সোনা জিতেছেন।
- স্কোয়াট, বেঞ্চ প্রেস ও ডেড লিফট বিভাগের পাশাপাশি সামগ্রিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছেন।
- এছাড়া এশিয়ার স্ট্রঙ্গেস্ট ওম্যান (strongest woman)-এ প্রথম রানার আপ (First Runner Up) হন সীমা দত্ত চট্টোপাধ্যায়।
- সীমার কোচও সোনা পেয়েছেন। তাঁর কোচ দুর্গাপুরের অংশু সিং ৮৩ কেজি বিভাগে স্কোয়াটে সোনা ও ডেড লিফটে রৌপ্য পদক জিতেছেন।
- আর একজন সোনাজয়ী জলপাইগুড়ির বাসুদেব দাস ১০৫ কেজি বিভাগে বেঞ্চ প্রেস ও ডেড লিফটে স্বর্ণ পদক জিতেছেন।
কোন প্রতিযোগিতা:
১৬ জুন থেকে ২১ জুন তামিলনাড়ুর কোয়েম্বত্তূরে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। পাওয়ারলিফটিং ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সহযোগিতা করেছে এশিয়ান পাওয়ারলিফটিং ফেডারেশন (Asian Powerlifting Federation) ও ইন্টারন্যাশনাল পাওয়ারলিফটিং ফেডারেশন (International Powerlifting Federation)।
প্রতিযোগিতায় একাধিক দেশ:
তামিলনাড়ুতে হওয়া এই প্রতিযোগিতায় ভারতের পাশাপাশি অংশ নেয় কাজাকিস্তান, মঙ্গোলিয়া, ইরান, জাপান, উজবেকিস্তান। এছাড়াও ওমান, কুয়েত-সহ আরও একাধিক দেশ যোগ দিয়েছিল।
আরও পড়ুন: মালদহের হাসপাতালের 'মেঝেতে রোগীরা', কাঠগড়ায় তৃণমূল বিধায়ক