মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: এবিভিপির (ABVP) মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি পশ্চিম বর্ধমানের (Pascim Bardhaman) দুর্গাপুরে (Durgapur)। এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচি ছিল। সেটি চলাকালীন তাঁদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির (TMCP) বিরুদ্ধে।
কী অভিযোগ:
এবিভিপির দাবি, শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চলছিল। সেখানেই হঠাৎ, কোনও প্ররোচনা ছাড়াই হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদ। শাসকদলের ছাত্র সংগঠনের নেতা ও কর্মীদের বিরুদ্ধে তাদের কর্মীদের লাঠিপেটা করার অভিযোগ তুলেছে এবিভিপি। পরিস্থিতি সামাল দিতে বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি।
দুর্গাপুরে রাস্তার উপরেই মারামারিতে জড়ায় তৃণমূল ও আরএসএস-এর ছাত্র সংগঠনের সদস্যরা। তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংঘর্ষে হুলস্থুল পড়ে যায় গোটা এলাকায়।
কী নিয়ে মিছিল?
শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে, তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায়, 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচি পালন করছে বিজেপি এবং বিভিন্ন গেরুয়া সংগঠন। এদিন এবিভিপির সেই কর্মসূচি ঘিরে তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ চত্বর। বুধবার সকাল ১১টা নাগাদ কলেজের বাইরে মিছিল শুরু করেন এবিভিপির সদস্যরা। হঠাৎ তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সেই মিছিলের মুখোমুখি চলে আসে। প্রথমে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপরে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে সেই বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত। লাঠি হাতে কয়েকজনকে পেটাতে দেখা যায়। অভিযোগ, তৃণমূলে ছাত্র সংগঠনের সদস্যরাই মারধর করেছে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবিভিপির মিছিলে থাকা একটি টোটো। অভিযোগ, পুরো ঘটনাটাই পুলিশের সামনে হলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় এবিভিপি নেতৃত্ব।
শেষ পর্যন্ত পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠতেই অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে আসে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট (DC East), এসিপি (ACP)-সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ অফিসার ও কর্মীরা তাড়া করে একটা বড় জমায়েতকে কলেজে মধ্যে ঢুকিয়ে দেন। কয়েকদিন আগে হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক লাঠিপেটা করেছিলেন বিজেপি কর্মীদের। এবার দুর্গাপুরে আরএসএস-এর ছাত্র সংগঠনের সদস্যদের লাঠিপেটা করার অভিযোগ উঠল টিএমসিপির বিরুদ্ধে।