কুয়ালা লামপুর: সদ্যই কমনওয়েলথ গেমসে সোনা জিতে ভারতকে গর্বিত করেছেন লক্ষ্য সেন (Lakshya Sen), পিভি সিন্ধুরা (PV Sindhu)। কমনওয়েলথে সোনা জয়ের পরে অবশ্য বিশ্রাম নেওয়ার খুব অবকাশ নেই তারকা শাটলারদের। শ্রীঘ্রই শুরু হতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ (BWF World Championships)।


২১ অগাস্ট থেকে টোকিওয় শুরু হচ্ছে বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। কমনওয়েলথের পরে এই চ্যাম্পিয়নশিপেও নিজেদের ফর্ম অব্যাহত রাখতে চাইবেন সিন্ধুরা। সেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের সূচিও আজ, বুধবারই (১০ অগাস্ট) প্রকাশ করে দেওয়া হল। ভারতীয় ব্যাডমিন্টন তারকারা বেশ কঠিন চ্যালেঞ্জেরই মুখোমুখি হতে চলেছেন এই টুর্নামেন্টে। ২০১৯ সালে পিভি সিন্ধু এই চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। তবে গত মরসুমে তাঁর পারফরম্যান্স ছিল চূড়ান্ত হতাশাজনক। সেই হতাশাকে পিছনে ফেলে কমনওয়েলথে সোনা জয়ের আত্মবিশ্বাসে ভর করেই সফল হতে চাইবেন সিন্ধু।


সিন্ধুর 'দুঃস্বপ্ন'


বিশ্বের সাত নম্বর শাটলার সিন্ধু প্রথম রাউন্ডে বাই পেয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে চিনের দুই শাটলার হ্যান উই এবং ওয়াঙ্গ ঝি ওয়াইয়ের মুখোমুখি হবেন। বড় অঘটন না ঘটলে সিন্ধুর এই দুই ম্যাচ জেতা উচিত। তবে এরপরেই চতুর্থ রাউন্ডে সিন্ধু তাঁর 'দুঃস্বপ্ন' আন সে ইয়ঙ্গের মুখোমুখি হতে পারেন। এই প্রতিপক্ষের বিরুদ্ধে সিন্ধুর রেকর্ড খুবই হতাশাজনক। পাঁচ বার ম্যাচ খেলেও একবারও জেতেননি ভারতীয় শাটলার। সেই রেকর্ড বদলে ফেলার হাতছানি এবার সিন্ধুর সামনে।


অপরদিকে, সিন্ধু ড্রয়ের প্রথমার্ধে থাকলেও, সাইনা নেহওয়াল নীচের অর্ধে রয়েছেন। তিনি প্রথম রাউন্ডে চুং ওয়াইয়ের মুখোমুখি হবেন। সেই ম্যাচ জিতলে বিশ্বের ছয় নম্বর শাটলার, জাপানের নজমি ওকুহারার বিরুদ্ধে খেলবেন। আরেক ভারতীয় মহিলা শাটলার মালভিকা বানসদ ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের বিরুদ্ধে খেলবেন। লক্ষ্য সেনসমেত চার ভারতীয় পুরুষ তারকা এই টুর্নামেন্টের সিঙ্গলসে খেলার যোগ্য়তা অর্জন করেছেন। এদের মধ্যে লক্ষ্য, কিদাম্বি শ্রীকান্ত এবং এইচএস প্রণয় ড্রয়ে একই দিকে রয়েছেন। কেবল সাই প্রণীত রয়েছেন অন্য অর্ধে। 


মুখোমুখি হতে পারেন প্রণয়-লক্ষ্য


গতবারে এই টুর্নামেন্টে ব্রোঞ্জ জয়ী লক্ষ্য হ্যান্স-ক্রিশ্চিয়ান সলবার্গের  বিরুদ্ধে খেলবেন। প্রণয়ের প্রতিপক্ষ আরও কঠিন। তিনি দ্বিতীয় বাছাই, জাপানের কেন্টো মোমোটার বিরুদ্ধে খেলবেন। সবকিছু পরিকল্পনা মতো গেলে প্রণয় ও লক্ষ্য প্রি-কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হতে পারেন। ডাবলসে সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি প্রথম রাউন্ডে বাই পেয়ে গিয়েছেন। দ্বিতীয় রাউন্ডেও তাঁদের প্রতিপক্ষ খুব কঠিন নয়। তবে প্রি-কোয়ার্টার ফাইনালে গোহ ভি শেম ও ট্যান কিংয়ের বিরুদ্ধে মুখোমুখি হতে পারেন ভারতীয় ডাবলস জুটি। সেই ম্যাচ কিন্তু বেশ কঠিনই হবে।


আরও পড়ুন: 'লক্ষ্য ছোট থেকেই ফাইটার, জানতাম প্রথম গেমে হারের পরও ঘুরে দাঁড়াবেই'