মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পুজোর মধ্যেই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দুর্গাপুরের একটি আবাসনে (Durgapur Dacoity)। জানলা ভেঙে সবকিছু লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীর দল। টাকা-গহনা, ল্যাপটপ তো নিয়েই গিয়েছে, যাওয়ার আগে পুজোর জন্য করে রাখা নাড়ু, মজুত মিষ্টিও সাবাড় করে দিয়ে গিয়েছে তারা। ঘটনার সময় বাড়িতে ছিলেন না কেউ। ফিরে এসে দৃশ্য দেখে মাথায় হাত সকলের। 


জানলা ভেঙে ফ্ল্যাট থেকে সোনা-নগদ লুঠ


পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman News) জেলার দুর্গাাপুরের MAMC টাউনশিপের একটি আবাসনে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ি ফিরে জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এর পর ঘরে ঢুকে দেখেন, আলমারি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তার ভিতরে থাকা টাকা-পয়সা, গহনা উধাও। গায়েব ল্যাপটপও। 


ষষ্ঠীর রাতে বাড়ি ফেরেন ওই ফ্ল্যাটের বাসিন্দা অনামিকা দে-র। তাঁদের অভিযোগ, ৫-৬ লক্ষ টাকার গহনা, নগদ প্রায় ২০ হাজার টাকা এবং ল্যাপটপ লুঠ করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, সব কিছু লুঠ করে বেরিয়ে যাওয়ার আগে, দুষ্কৃতীরা নাড়ু এবং মিষ্টি খেয়েও গেছে বলে অভিযোগ বাড়ির মালিকের।


আরও পড়ুন: Durga Puja 2022: পরিবেশ সচেতনতার বার্তা, নয়ডায় আবাসনের সুইমিং পুলে নবপত্রিকা স্নান


পুজোর সময় বাড়িতে এমন ডাকাতির ঘটনায় মাথায় হাত পড়েছে অনামিকা দেবীর। তিনি জানিয়েছেন, ফ্রিজের মধ্যে নাড়-মিষ্টি রেখেছিলেন তিনি। সব লুঠ করে বেরিয়ে যাওয়ার আগে সেগুলিও সাবাড় করে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। 


দুর্গাপুরের MAMC টাউনশিপের এই আবাসনে থাকেন দে দম্পতি। সবাই মিলে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তাঁরা। শনিবার ফিরে এসে দেখেন, জানলা ভাঙা। তা রপর ঘরের ভিতরে ঢুকতেই কপালে ওঠে চোখ। 


যাওয়ার আগে মিষ্টিমুখও দুষ্কৃতীদের, দাবি পরিবারের


সংবাদমাধ্যমে অনামিকা দেবী বলেন, "এসে দেখলাম জানলা ভাঙা, জানলা দিয়ে ঢুকেছে। আলমারি ভাঙা, চারদিকে জামাকাপড় রাখা, গয়না, নগদ, ল্যাপটপ গেছে। বাইরে থেকে উঠোনের দরজা খোলা। আনুমানিক ২০ হাজার টাকা ছিল, গয়না মোটামুটি ৫-৬ লাখ টাকার হবে। ল্যাপটপ ৭০ হাজার টাকার।"  অভিযোগ পাওয়ার পর আবাসনে আসে দুর্গাপুর টাউনশিপ থানার পুলিশ। কোন পথে আবাসনে প্রবেশ করল দুষ্কৃতীর দল, কত জন ছিল মোট, কারও চোখে পড়ল না কেন, দেখা হচ্ছে খতিয়ে।