মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman News) কাঁকসায় একটি বেসরকারি কারখানার INTTUC নেতৃত্বের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন কর্মীরা। তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতির সামনেই চলল বিক্ষোভ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
INTTUC শিবিরে অসন্তোষের ছবি
সম্প্রতি হলদিয়ার সভা থকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বলতে শোনা যায়, "হয় ঠিকাদারি কর, না হলে তৃণমূল কর। দু’টো একসঙ্গে হবে না।" কোনও ঠিকাদারকে নির্বাচনের টিকিট দেওয়া হবে না বলেও শনিবার হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনের মঞ্চ থেকে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক।
তার চার দিনের মাথায় INTTUC শিবিরে অসন্তোষের ছবি সামনে এল পশ্চিম বর্ধমানের কাঁকসায়। তৃণমূলের শ্রমিক সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা সভাপতির সামনেই চলল বিক্ষোভ। তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান সকলে।
আরও পড়ুন: KK Death: ময়নাতদন্তের পর রবীন্দ্রসদনে গান স্যালুট, শিল্পীকে শেষ বিদায় কলকাতার
কারখানার গেটে কর্মসূচিতে হাজির হওয়া স্থানীয় INTTUC নেতাদের একাংশের দিকে আঙুল তুললেন কারখানার কয়েকজন কর্মী। সভাপতির উদ্দেশে তাঁদের বলতে শোনা যায়, "ওই এসেছে একটা চোর। সবার টাকা চুরি করেছে।" তাঁকে লক্ষ্য করে ধ্বনি ওঠে, "চোরচাট্টা দূর হটো। চোরচাট্টা চিটিংবাজ দূর হটো, দূর হটো।"
রেলের স্লিপার তৈরির একটি বেসরকারি কারখানার এস্টাব্লিশমেন্ট শট জিপিটি ইনফ্রা প্রজেক্টস লিমিটেড-এর বাইরে, গেটের সামনে কর্মসূচি ছিল INTTUC-র। সেখানেই, সংগঠনের দায়িত্বে থাকা শ্রমিক নেতাদের একাংশের উদ্দেশে ক্ষোভ উগরে দেন কর্মীরা।
মালিকপক্ষের স্বার্থরক্ষার অভিযোগ
শ্রমিক স্বার্থ জলাঞ্জলি দিয়ে মালিকপক্ষের স্বার্থরক্ষা, চুক্তিভিত্তিক কাজে টাকার বিনিময়ে কয়েকজনকে বার বার কাজ পাইয়ে দেওয়া, কাজ দেওয়ার নামে শ্রমিকদের থেকে টাকা তোলা—উঠে আসে একাধিক অভিযোগ।
এ নিয়ে বিজেপি-র পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলা সহ-সভাপতি রমণ শর্মা বলেন, "মমতার অনুপ্রেরণার প্রতিফলন। কাটমানি নেওয়ার জন্য বলেছিলেন ১০০ টাকা তুললে ৭৫ টাকা ওপরে পাঠাও। ২৫ টাকায় তোমরা চালাও। যেমন শিক্ষা তেমনই তো হবে। শ্রমিকদের কী হবে কে জানে। আমরা শ্রমিকদের পাশে আছি।" কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।