মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর :  হু হু করে চড়ছে পারদ। বিশেষত পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মাত্রাতিরিক্ত গরম। তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই ৪২ ডিগ্রি পার করেছে পশ্চিম বর্ধমান জেলার তাপমাত্রা। প্রায় ৪৩ ডিগ্রিতে মানুষের তো বটেই বন্যপ্রাণিদের অবস্থা আরও সঙ্গীন।  তাই এবার ORS মেশানো জল খেয়ে শরীর সতেজ রাখছে হরিণের দল। মারাত্মক গরমে হরিণদের জন্য এই ব্যবস্থা নিয়েছে কাঁকসার গড় জঙ্গলের সংরক্ষিত রিজার্ভ ফরেস্ট কর্তৃপক্ষ। 


পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা।  বইছে লু। কার্যত গৃহবন্দি সাধারণ মানুষ। ভোটের আবহে প্রচারের কাজে প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের রাস্তায় বেরতে হচ্ছে ঠিকই, কিন্তু সকলেই সঙ্গে রাখছেন ওআরএসের বোতল।  খুব প্রয়োজন ছাড়া কেউ  বাইরে বেরোচ্ছেন না । সকাল পেরিয়ে বেলা বাড়তেই রাস্তাঘাট শুনশান । আর  পর্যটনকেন্দ্রগুলি প্রতিবছরের মতো এ বছরও বছরের এই সময়টায় এক্কেবারে ফাঁকা। 


এ সময় পশুদের সুস্থতার কথা চিন্তা করে বিশেষ উদ্যোগ নিয়েছে রিজার্ভ ফরেস্ট কর্তৃপক্ষ।  পর্যটকদেরও দেখা নেই, জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে। জঙ্গলের পশু-পাখিরাও গভীর জঙ্গলের ভেতর শীতল জায়গায় আশ্রয় নিচ্ছে। জলাশয়ের পাড়ে ভিড় জমাচ্ছে পাখিরা। 


কাঁকসার দেউলের সংরক্ষিত রিজার্ভের ভেতর রয়েছে প্রায় ১০০ হরিণ, ৫০০-র অধিক ময়ূর, একাধিক নীল গাই, সজারু এবং বহু বিরল প্রাণী। বছরের অন্যান্য সময় সারাদিনই দেখা মেলে পশুদের। তাদের দেখতে দুর দূরান্ত থেকে আসা পর্যটকরা ভিড় করেন। সূর্য অস্ত গেলে হাতেগোনা কয়েকজন পর্যটকের দেখা গেলেও গনগনে রোদের মাঝে কোনও পর্যটকেরই দেখা মিলছে না। এই গরমে পশুরা যাতে অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য এই  বিশেষ পদক্ষেপ নিয়েছে বর্ধমান বনবিভাগের দুর্গাপুর বনাঞ্চল।


দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় জানালেন, ' প্রতিদিন সকালে এবং বিকেলে সংরক্ষিত অরণ্যে হরিণদের খাওয়ানো হচ্ছে ওআরএস। দুপুরে দেওয়া হচ্ছে কাঁচা,শাক,সবজি তরমুজ। বনদফতরের চিকিৎসকরাও দিনে অন্তত একবার করে হরিণদের দেখভাল করছেন। জঙ্গলের ভেতর ডাল, পাতার ছাউনি করে শীতল জায়গা তৈরি করা হয়েছে। বনদপ্তরের সংরক্ষিত রিজার্ভ ছাড়াও গোটা জঙ্গলেই বেশ কয়েকটি জায়গায় জলের সঙ্গে ওআরএস মিশিয়ে রাখা হচ্ছে। সেই ওআরএস মেশানো জল খাচ্ছে ময়ূর থেকে বহু পাখিও।'  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 
আরও পড়ুন :                          


কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?