তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: 'দেবী চৌধুরানি' দর্শকদের দরবারে আসতে এখনও বহু দেরি। শ্যুটিং থেকে শুরু করে এডিটিং, সবই চলছে জোরকদমে। তবে ইতিমধ্যেই নিজের আগামী ছবির পরিকল্পনা সেরে ফেলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। 'দেবী চৌধুরানি'-র নায়িকাকে নিয়েই তাঁর আগামী ছবি 'কালমৃগয়া' (Kalmrigaya)। অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। 


এই প্রথম থ্রিলার জঁরের ছবিতে হাত দিচ্ছেন শুভ্রজিৎ। এর আগে, তাঁর পরিচালিত 'অভিযাত্রিক' ছবিটির সঙ্গে যোগসূত্র ছিল 'পথের পাঁচালি'-র। 'দেবী চৌধুরানি' সম্পূর্ণ ঐতিহাসিক ছবি। আর এবার, শুভ্রজিতের গল্পে রহস্য সমাধান হবে এক মার্ডার মিস্ট্রির। আজ, এবিপি লাইভে (ABP Live) প্রথম প্রকাশ্যে এল এই ছবির পোস্টার। সাদা কালো একটি রাস্তা দিয়ে ছুটে চলেছে একটি গাড়ি। দূরে দেখা যাচ্ছে একটি দূর্গ। পোস্টারটি ডিজ়াইন করেছেন একতা ভট্টাচার্য্য (Ekta Bhattacharjee)। বর্তমানে বাংলার পরিচালকদের অন্যতম পছন্দ একতার হাতের কাজ। তাঁর কল্পনায় নাকি সিনেমা আমেজ যথাযোগ্যভাবে ফুটে ওঠে ছবিতে। 'কালমৃগয়া'-তে একতার কাজ নিয়েও তাই উচ্ছ্বসিত পরিচালক।




 


কেবল শ্রাবন্তী নয়, পরিচালক জানাচ্ছেন, তাঁর অন্যান্য ছবির মতো 'কালমৃগয়া'-তেও একাধিক অভিনেতা-অভিনেত্রী থাকছেন। প্রত্যেকেরই ভূমিকা সমান গুরুত্বপূর্ণ ছবির গল্প বোনার ক্ষেত্রে। টলিউডের প্রথম সারির বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী থাকছেন এই ছবিতে। সারা হয়ে গিয়েছে প্রাথমিক কথাবার্তাও। তবে কাস্টিং নিয়ে, ছবির মতোই কিছুটা রহস্য এখনও জিইয়ে রাখতে চান পরিচালক। শুভ্রজিতের কথায়, 'শ্রাবন্তীর চরিত্র নিয়ে একটা চমক থাকছে। ও এই ছবির অন্যতম প্রধান মুখ তো বটেই, এবং ওঁকে এই ধরণের চরিত্রে আগে দেখেননি মানুষ। অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বর্তমান ইন্ডাস্ট্রির একজন সুপারস্টারকে দেখা যাবে।'





কেবল কাস্টিং নয়, ছবি ঘিরে রয়েছে একাধিক চমক। শুভ্রজিৎ বলছেন, 'বিদেশের প্রেক্ষাপটেই ছবির গল্প। কিছু বাঙালি শ্যুটিং করতে গিয়ে আটকে পড়েন একটি দূর্গে, আর সেখানেই তৈরি হয় এক রহস্যের জাল। গোটা সিনেমার শ্যুটিং হবে স্কটল্যান্ড ও রোমানিয়ায়। অভিযাত্রিকের মতোই গোটা ছবিটা সাদা-কালোয়। বলা যেতে পারে, অ্যালফ্রেড হিচককের মতো কিংবদন্তিকে সম্মান জানিয়ে ছবিটা করছি। চলতি বছরের শেষের দিকেই শুরু হয়ে যাবে শ্যুটিং। চিত্রনাট্য লেখার সময়েই মনে হয়েছিল শ্রাবন্তীকে এই চরিত্রটায় ভাল মানাবে। আর আমি একই অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে বারে বারে কাজ করতে ভালবাসি। শ্রাবন্তী ভীষণ সূক্ষ একজন অভিনেত্রী, গুণী তো বটেই। এই চরিত্রের জন্য যে গ্ল্যামার আর দক্ষতা দরকার, পরিচালক হিসেবে আমার মনে হয় শ্রাবন্তীর তা রয়েছে। অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের কথাও চিত্রনাট্য লেখবার সময়েই পরিকল্পনা করেছিলাম। দীর্ঘদিন পরে এতজন স্টারকাস্টকে নিয়ে একটা ছবি আসতে চলেছে বাংলায়।'




আরও পড়ুন: Sana Ganguly Lifestyle: অফিস যান লোকাল ট্রেনে, পাতে নিরামিষ খাবার! এত সাধারণ জীবন সৌরভ-কন্যার!