মনোজ বন্দ্যোপাধ্যায় , দুর্গাপুর : থাকেন নড়বড়ে কুঁড়ে ঘরে, তাও আবার ছাগলের সাথে, কারণ ঘর একটাই। তবুও আবাসের তালিকায় নেই! এমনই চিত্র কাঁকসার বিদবিহারে। রাজ্য সরকারের আবাস যোজনার প্রাপকদের তালিকায় নাম তোলা নিয়ে ভুরি ভুরি অসঙ্গতি ও স্বজনপোষণের অভিযোগে দিকে দিকে আছড়ে পড়ছে ক্ষোভ। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম উঠেছে অনেকের। অথচ প্রায় কপর্দকশূন্য ব্যক্তির কপালে জোটেনি ছাদ।
খড়ের ছাউনিতে অজস্র ফুটো। নড়বড়ে মাটির দেওয়াল। কোনওক্রমে খুঁটির ঠেকা দিয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়িটি। ওটাই সহায় সম্বল। এভাবেই কাটছে জীবন। কাঁকসার বিদবিহারের শিবপুর বাগান পাড়ায় থাকেন হিরু বাগদি। রয়েছে দুই সন্তান আর স্ত্রী। এক ছাদের নিচে ঠাঁই পোষা ছাগলদেরও। দিন মজুর কাজ করে কোনরকমে দিন গুজরান হয়। জানালেন, আবাসের পাকা বাড়ির জন্য একাধিকবার করেছিলেন আবেদন। তবুও তালিকায় নাম ওঠেনি । যখন তখন বাড়ি ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা। জীবন হাতে করে মৃত্যুর চোখরাঙানির সামনেই দিন কাটছে তাঁদের।
হিরু বাগদি জানালেন, 'বাড়ি করার মত সামর্থ্য নেই। তাই কোনরকমে এই কুঁড়ে ঘরেই দিন কাটাচ্ছি। একসাথে ছাগলগুলোও থাকে। ঝড় হলেই এমন নড়ে ঘরটা, মনে হয় ভেঙে চাপা পড়ে যাবো। আবাস যোজনায় যাতে একটি পাকা বাড়ি পাই, তার আবেদন করেছিলাম। এবারও তালিকায় দেখি যাদের পাকা বাড়ি রয়েছে , এলাকার যারা প্রভাবশালী তাদেরই নাম রয়েছে। আমাদের মত অসহায় মানুষদের নেই আবাসের তালিকায় নাম। চরম আতঙ্কের মধ্যেই আমরা রাত কাটাই। সরকারের কাছে আমার আর্জি আমাকে একটা বাড়ি দেওয়া হোক।'
দ্রুত ওই ব্যক্তির নাম তালিকায় তোলা না হলে পঞ্চায়েত আর বিডিও অফিস ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। সমালোচনায় সরব হয়েছেন বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ' কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে আর বাংলার সরকার এ বিষয়ে দুর্নীতি করবে । ছেড়ে কথা বলা হবে না।'
পাল্টা কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি নব কুমার সামন্ত বলেন, 'বিরোধীদের বিরোধিতা করাই কাজ। কিন্তু আমাদের চূড়ান্ত তালিকা এখনও ঘোষণা হয়নি। বাংলা র সরকার যোগ্যদের আবাসের বাড়ি দেওয়ার জন্য চূড়ান্ত সমীক্ষা করছেন ব্লক প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে। বিদবিহারের হারু বাগদিও যাতে আবাসের বাড়ি পায় সেদিকেও ব্যবস্থা গ্রহণ করা হবে। '
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।