মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: করোনা বিধি (COVID Protocols) কার্যকর করতে সর্বত্র উঠেপড়ে লেগেছে প্রশাসন। অথচ করোনার টিকা (COVID-19 Vaccine) ঘিরে প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রেই (Health Centre) চরম বিশৃঙ্খলা ধরা পড়ল পশ্চিম বর্ধমানের ( Paschim Bardhaman) পানাগড়ে (Panagarh)। সকাল থেকে সেখানে টিকা নিতে লাইন দিয়েছিলেন সাধারণ মানুষ।
কিন্তু বেলা বাড়তে স্বাস্থ্যকেন্দ্রেরই অন্য জায়গায় টিকা দেওয়ার কথা ঘোষণা হয়। তাতে হুড়োহুড়ি পড়ে যায়। শেষে পুলিশ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় প্রশাসনকে।
মঙ্গলবার সকাল থেকে করোনার দ্বিতীয় টিকা নিতে ওই স্বাস্থ্যকেন্দ্রের সামনে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। স্বাস্থ্যকেন্দ্রের যে অংশে টিকা দেওয়ার কথা ছিল, তার সামনে গা ঘেঁষে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ ক্ষণ অপেক্ষা করেন তাঁরা। কিন্তু স্বাস্থ্য কেন্দ্রের তরফে মাইকে ঘোষণা করা হয় যে, দ্বিতীয় টিকা অন্য বিভাগ থেকে নিতে হবে।
তাতেই চরম উত্তেজনার সৃষ্টি হয়। হুডো়হুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। শুরু হয় ধাক্কাধাক্কি। তাতে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের ঘিরে বিক্ষোভও দেখাতে শুরু করেন অনেকে। এমন পরিস্থিতিতে খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। তারাই এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই মুহূর্তে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ৯ হাজারের উপরেই রয়েছে। দৈনিক মৃত্যুও ঘোরাফেরা করছে ৩০-এর উপর। সোমবার রাজ্য় স্বাস্থ্য দফতর যে পরিসংখ্যান প্রকাশ করে, তাতে দেখা যায়, পশ্চিম বর্ধমানে দৈনিক সংক্রমণ সাড়ে ৩৫০-র উপর রয়েছে। এক জন করোনা রোগীর মৃত্যুও হয়েছে সেখানে। তার মধ্যে এই বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে।
স্থানীয়রা জানিয়েছেন, স্বাস্থ্য কেন্দ্রের তরফে ৫০০ জনকে কোভিশিল্ড এবং ১০০ জনকে কোভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তার জন্য আগে থেকেই পৃথক জায়গার কথা বাল হয়েছিল। কিন্তু সকাল থেকে ঠায় দাঁড়িয়ে থাকার পর পর জানানো হয়, আগে থেকে ঠিক করা জায়গার পরিবর্তে অন্যত্র দেওয়া হবে টিকা। তাতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শিকেয় ওঠে করোনা বিধি।