ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা :  যন্ত্র আছে। কিন্তু আসছে না পর্যাপ্ত নমুনা (Covid Testing Samples)। অভিযোগ, এর ফলে অতিমারী (Corona Pandemic) সময়েও পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না কলকাতায় নাইসেডে (NICED) থাকা RTPCR টেস্টের উন্নতমানের যন্ত্র (Machine)। কীভাবে এই যন্ত্রকে পুরোপুরি ব্যবহার করা যায়, তা নিয়ে আলোচনা চলছে বলে স্বাস্থ্য দফতর (West Bengal Health Deaprtment) সূত্রে খবর।


নতুন বছরের শুরুতেই রাজ্যে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। বাংলায় দৈনিক সংক্রমণের হার নিম্নমুখী হলেও, পরিস্থিতি এখনও উদ্বেগজনক।  ডেল্টা (Delta) তো আছেই। সেই সঙ্গে বহুরূপী ভাইরাসের ওমিক্রন (Omicron) ভ্যারিয়ান্ট দ্রুততম এবং সর্বাধিক সংক্রামক হিসেবে কাঁপুনি ধরিয়েছে। করোনার এই জোড়া আগ্রাসনের মধ্যে কেন্দ্রীয় সংস্থা National Institute of Cholera and Enteric Diseases বা NICED’এর কলকাতা ল্যাবের ছবিটা ভিন্ন।এখানে RTPCR টেস্টের একটি উন্নতমানের যন্ত্র রয়েছে। ভারতে এরকম যে যন্ত্রগুলি রয়েছে, এটি তার মধ্যে সবচেয়ে আধুনিকতম ও দামী। কিন্তু, অদ্ভুত বিষয় হল, উন্নতমানের এই যন্ত্রের জন্য, পর্যাপ্ত নমুনাই আসছে না বলে অভিযোগ।


করোনার দ্বিতীয় ওয়েভের সময় কলকাতার, NICED’এ অত্যাধুনিক RTPCR যন্ত্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অত্যাধুনিক এই RT-PCR যন্ত্রে একসঙ্গে ৩ থেকে সাড়ে ৩ হাজার নমুনা পরীক্ষা করা যায়। কিন্তু, NICED সূত্রে খবর, বর্তমানে এখানে দিনে মেরেকেটে ১ হাজারের মতো নমুনা আসছে। নাইসেড সূত্রে খবর, তাদের কলকাতা ল্যাবে নমুনা এতটাই কম এসেছে, যে তার জন্য বহু কোভিড টেস্টিং কিট মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে ভিন রাজ্যে ICMR-এর ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে যে সব কোভিড টেস্টিং কিটের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তা নষ্ট হওয়ার আগেই ওড়িশা ও ঝাড়খণ্ডে পাঠানো হয়। 


জানুয়ারির গোড়ার দিকেই সাপ্তাহিক সংক্রমণের হারে দেশের মধ্যে শীর্ষে উঠে আসে বাংলা। ৭ দিনের ব্যবধানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বৃদ্ধির নিরিখেও দেশের মধ্যে প্রথম হয় এই রাজ্য। সংক্রমণের নিরিখে দেশের সমস্ত জেলার মধ্যে শীর্ষে উঠে আসে কলকাতা। তারপরেও কলকাতার নাইসেডের ল্যাবে পর্যাপ্ত নমুনা নেই।


আরও পড়ুন- কিছুটা স্বস্তি সংক্রমণে, রাজ্যে করোনায় মৃত্যু-পজিটিভিটি রেটে সঙ্গী উদ্বেগ