মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ভুয়ো পুলিশ, ভুয়ো ডাক্তার ধরা পড়ার ঘটনা আগে ঘটেছে। এবার ধরা পড়ল ভুয়ো সেনা। পশ্চিম বর্ধমানের ঘটনা। ওই জেলায় দুর্গাপুর থেকে ধরা হয়েছে এক ব্যক্তিকে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। দুর্গাপুরে বাড়ি ভাড়া নিয়ে ছিলেন তিনি। 


আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতে গ্রেফতার ভুয়ো সেনা। ভাড়া বাড়ি থেকে উদ্ধার সেনার পোশাক, এয়ারগান। ছত্তিশগড়ের বাসিন্দা বছর ৪০ এর এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। দুর্গাপুরে বাড়ি ভাড়া নিয়ে তিনি কী করছিলেন, তা নিয়েই বাড়ছে রহস্য। 


দুর্গাপুরে পুলিশের হাতে গ্রেফতার ভুয়ো সেনা। বাড়ি থেকে উদ্ধার করা হল সেনার পোশাক, ভুয়ো আইডেন্টিটি কার্ড এবং ২টি এয়ারগান উদ্ধার করে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি বাইকও। নম্বর প্লেট অনুযায়ী সেই বাইকটি ঝাড়খন্ডের। বাইকের সামনে রয়েছে আর্মি স্টিকারও লাগানো রয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, ধৃতের নাম হায়দার বেগলো। তিনি ছত্তীসগঢ়়ের বাসিন্দা। দুর্গাপুরের সুভাষপল্লিতে থাকতেন বাড়ি ভাড়া নিয়ে,  নিজেকে পরিচয় দিতেন আর্মি কম্যান্ডো হিসাবে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে বলেন, আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন শুরু করেছিলাম। কেউ বাড়ি ভা়ড়া দিলে ফর্ম ফিলআপ করে ভাড়াটের ডিটেলস থানায় জমা দিতে বলা হয়েছিল। সেখান থেকেই ভেরিফিকেশন করতে গিয়েই ধরা পড়ে।' পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত জানিয়েছেন,  কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন তিনি। সেখানেই একটি সিকিওরিটি এজেন্সি চালান তিনি। এখানেই উঠছে প্রশ্ন, ছত্তীসগঢ়ের বাসিন্দা, কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকা ব্যক্তি দুর্গাপুরে বাড়ি ভাড়া নিয়ে ২ মাস ধরে কী করছিলেন? ধৃতের স্ত্রীকে ইতিমধ্য়েই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 


অন্যদিকে, পূর্ব বর্ধমানের লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। ধৃতের নাম দিলীপ রজক। ধৃতকে বর্ধমানের NH2B জাতীয় সড়কের বীরপুর মোড় এলাকা থেকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ।  রবিবার পুলিশি হেফাজতের আবেদন করে ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,গতকাল রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ  NH2B-র জাতীয় সড়কের বীরপুর এলাকা অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক অনুমান আগ্নেয়াস্ত্রটি বিক্রি করার উদ্দেশ্যেই সে বীরপুর এলাকায় দাড়িয়ে ছিল। 


আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম ! একটি কাপের দামে কেনা যাবে গাড়ি