কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই বালকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জামুরিয়া (Jamuria) থানার গ্রাম জামুরিয়াতে। দুই বালকের মর্মান্তিক মৃত্যুর (Death) ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।


দুই বালকের মৃত্যু-


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ পাঁচ বালক আখলপুর বাঁধের নিকট পুকুরে স্নান করতে গিয়েছিল। স্নান করতে গিয়ে দুই বালক জলে তলিয়ে যায়। তিনজন কোনওমতে প্রাণে বেঁচে বাড়ি ফেরে। তারাই এসে দুই বালকের তলিয়ে যাওয়ার খবর দেয় বাড়িতে। এরপরই মৃত দুই বালকের পরিবারের সদস্যরা ও স্থানীয় ব্যক্তিরা জলে নেমে তল্লাসি চালায়। তল্লাসি চলানোর পর সেখান থেকে দুই বালককে উদ্ধার করেন তাঁরা। দ্রুত স্থানীয় আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা দুই বালককে মৃত বলে ঘোষণা করেন। 


স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর দাবি তুলেছেন যে, গত বছর এই পুকুরে মাটি কাটা হয়েছিল। মাটি কাটার ফলে পুকুর আরও গভীর হয়ে যায়। আর এর ফলেই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই বালকের নাম শুভজিৎ গড়াই এবং রুদ্র স্বর্ণকার। বছর বারোর শুভজিৎ মাজ পাড়ার বাসিন্দা। এবং বছর চোদ্দোর রুদ্র গ্রাম জামুরিয়ার নামো পাড়ার বাসিন্দা।


আরও পড়ুন - Paschim Bardhaman News: শ্রমিক স্বার্থ জলাঞ্জলি দিয়ে মালিকের স্বার্থরক্ষা! কাঁকসায় INTTUC নেতাকে ঘিরে বিক্ষোভ


অন্যদিকে, দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় শ্যুটআউটের ঘটনা ঘটে। দাদা-বৌদির মধ্যে ঝামেলা মেটাতে গিয়ে নিহত ভাই। রাগের মাথায় ভাইকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। ঘটনায় হতভম্ব পরিবার। পরিবারে কান্নার রোল। অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে বলেন, 'ঝগড়া হয়েছে। পারিবারিক বিবাদ। এক বাড়িতে সবাই থাকেন। এক ভাই পাশের দোকান থেকে আর্মস এনে আর এক ভাইকে গুলি করে। ধরা পড়েছে। আর্মস পাওয়া গেছে। ২-৩ রাউন্ড গুলি চালিয়েছিল। তদন্ত করে দেখা হচ্ছে কীভাবে ঘটল, কেন ঘটল?'