কৌশিক গাঁতাইত, আসানসোল (পশ্চিম বর্ধমান) : রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। কিন্তু তার মাঝেও নির্বাচনী প্রচারে (Election Campaign) কোভিড বিধিভঙ্গে যেন, এ বলে আমায় দেখ, ও বলে আমায়। কোভিড পরিস্থিতিতে নির্বাচন কমিশনের (State Election Commission) বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে আসানসোলে (Asansol) চলছে পুরভোটের প্রচার। জনা পঞ্চাশেক সমর্থক নিয়ে মিছিল ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) প্রার্থীর। অন্যদিকে, ঢাক ঢোল পিটিয়ে প্রচার সারলেন ৬১ নম্বর ওয়ার্ডের বিজেপি (BJP) প্রার্থী। বিধিভঙ্গের অভিযোগ খারিজ দুই প্রার্থীরই।
এই নিয়ে পরপর তিনদিন। ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশনের বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে আসানসোলে হইহই করে চলছে পুরভোটের প্রচার। মঙ্গলবার, বুধবারের পর বৃহস্পতিবারও দেখে বোঝার উপায় নেই, এদিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে ১৫ হাজার ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার, রানীগঞ্জ পূরণমল এলাকায় প্রচারে বেরোন আসানসোল পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রূপেশ যাদব। যিনি আবার জেলার যুব তৃণমূলের সভাপতিও বটেন। দলবল নিয়ে রীতিমতো মিছিল করতে দেখা যায় তাঁকে। যে প্রচারে দূরত্ব বিধি কার্যত কষ্ট কল্পনা। একই ছবি, ৬১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কাঞ্চন সিন্হার প্রচারেও। ইনি তো আবার ঢাক ঢোল পিটিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন।
ইস্যু আলাদা, সংঘাত নিত্যদিনের। কিন্তু বিধিভঙ্গ ঢাকতে দু’জনের অজুহাতে কী অসম্ভব মিল! দুজনেই বলছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, তাঁরা করবেন কী? আসানসোল পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রূপেশ যাদব বলেছেন, 'লোক চলে এসেছে, আমি তো তাড়িয়ে দিতে পারি না। বোঝানোর চেষ্টা করছি।' আর ৬১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কাঞ্চন সিন্হা বলেছেন, '৪ জনকে নিয়েই এসেছিলাম। আমার সঙ্গে জনসমর্থন আছে। তাই লোক চলে এসেছে। '
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানই বলছে, আসানসোলে ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৯। ভোটপ্রচার যখন তুঙ্গে, বুধবার সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ৫৫৬ তে। মঙ্গলবার, নির্বাচন কমিশনের নির্দেশকে উপেক্ষা করে, সদলবলে রীতিমতো বাজনা বাজিয়ে মিছিল করেন ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। বুধবার, আসানসোল পুরসভার ৮৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মোজাম্মিল হোসেন সদলবলে বাড়ি বাড়ি প্রচার সারেন সাড়ম্বরে! বৃহস্পতিবার ফের সেই এক ছবি! ফের সেই আসানসোলেই!