সৌরভ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গাঁতাইত, সমীরণ পাল, হুগলি, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা : আগামী ২২ জানুয়ারি বিধাননগর (Bidhannagar), চন্দননগর (Chandannagar), আসানসোল (Asansol) ও শিলিগুড়ি (Siliguri), চার কর্পোরেশনে ভোট (Municipal Election)। প্রার্থী তালিকা ঘোষণা হতেই বাড়ছে ভোটের উত্তাপ। কিন্তু চার কর্পোরেশনের ভোট-প্রচারেই দেখা যাচ্ছে কোভিড বিধি ভঙ্গের (Covid Norm Break) ছবি। কোথাও মাস্ক ছাড়াই প্রচারে বেরিয়েছেন প্রার্থী। কোথাও আবার পদযাত্রায় দফারফা হয়েছে দূরত্ব বিধির। যদিও রাজনৈতিক দলগুলির দাবি, বিধি মেনেই প্রচার করা হচ্ছে। গোটা রাজ্যে হু হু করে বাড়ছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। বাড়বাড়ন্ত ওমিক্রনের (Omicron)। তারই মধ্যে পুরভোটের প্রচারে বিধি ভাঙার ছবি ঘিরে বাড়ছে উদ্বেগ।


চন্দননগরের পুরভোটকে সামনে রেখে কর্মী বৈঠক থেকে পদযাত্রা। শুক্রবার তৃণমূলের (TMC) কর্মসূচিতে অধিকাংশেরই মুখে ছিল না মাস্ক। বামেদের (Left) প্রচারেও বিধিভঙ্গের ছবি। খোদ প্রার্থীর মুখে নেই মাস্ক। তালিকা প্রকাশ না হলেও, প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি (BJP)। কর্মীদের অধিকাংশের মুখে ছিল না মাস্ক। চন্দননগর কর্পোরেশনের প্রাক্তন মেয়র তথা ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাম চক্রবর্তী বলেছেন, 'মাস্ক ছাড়া কেউ এলে সতর্ক করছি। স্যানিটাইজার দিচ্ছি। সবাই যাতে মাস্ক ব্যবহার করে তার জন্য নির্দেশ দিই। পরবর্তীতে যাতে না হয় সেটা দেখা আমাদের দায়িত্ব।' চন্দননগর কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী ঐক্যতান দাশগুপ্ত বলেছেন, 'যেহেতু পাড়াভিত্তিক ভোট সেক্ষেত্রে জমায়েত যাতে কম থাকে সেটা বলব। দূরত্ব বিধি মেনে চলতে হবে। আমরা নিজেরা পালন করব।' এদিকে, হুগলি সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ বলেছেন, 'সব গাইডলাইন মেনে আমরা প্রচারে নামব। তৃণমূলের প্রার্থীরা কতটা নিয়ম মানে সেটাই দেখার বিষয়।'


এদিকে, শিলিগুড়ি মহকুমা শাসকের অফিসে শুক্রবার মনোনয়ন জমা দিতে আসেন হেভিওয়েট সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। শিলিগুড়ির প্রাক্তন মেয়রের মাস্ক ছিল থুতনির নিচে। শিলিগুড়ি কর্পোরেশনের প্রাক্তন মেয়র তথা ৬ নম্বর ওয়ার্ডের সিপিএম অশোক ভট্টাচার্য বলেছেন, 'কর্মীদের বলব মাস্ক পরতে। ছোট ছোট সভায় জোর দিয়েছি। কমিশনের অনুমোদন নিয়ে মিছিল করব। সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত।'


প্রচারে নিয়ম ভঙ্গের ছবি ধরা পড়েছে আসানসোলেও। দেওয়াল লিখন ও প্রচারে তৃণমূল ও বাম প্রার্থীদের অধিকাংশের মুখে ছিল না মাস্ক। আসানসোল কর্পোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজু সিংহ বলেছেন, 'কমিশনের নির্দেশ মেনে চলব। মানুষ যাতে অসুবিধায় না পড়ে তার জন্য বিধি মেনে চলব।' আসানসোল কর্পোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী কল্লোল ঘোষ বলেছেন, 'ভোটের প্রচার সচেতনভাবে করব, যাতে বিধি মেনে চলতে পারি।' বিধাননগর কর্পোরেশনের ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের প্রার্থী এদিন মাস্ক ছাড়াই বের হন প্রচারে। উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত  বলেছেন, 'বিধাননগর পুরসভায় ১৪০টি কেস ছিল, থার্ড ওয়েভের সতর্কতা নিয়ে আমি প্রস্তুত নিয়েছি। কলকাতা লাগোয়া বলে সংক্রমণ ওখানে বেশি।' 


আরও পড়ুন- রাজ্যের চার পুরসভায় ভোট ২২ জানুয়ারি, চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি