মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা : মধ্যবিত্তের জ্বালানি-যন্ত্রণা এবার কমতে চলেছে। পাইপ লাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে সরবরাহ করা হবে সিএনজি (CNG) জ্বালানি গ্যাস। রাজ্যে প্রথম পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার (Kanksa) গোপালপুরে পরিবেশবান্ধব জ্বালানি গ্যাস সরবরাহের পাইপ লাইনের (Pipe Line) কাজ সম্পূর্ণ। ডিসেম্বরে থেকেই মিলবে পরিষেবা। কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রয়াসে এখন আশার আলো দেখছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসাবাসী।


স্বস্তি মিলবে মধ্যবিত্তের হেঁসেলে ?


ইতিমধ্যে কাঁকসার গোপালপুরে পাইপলাইনের কাজ সম্পূর্ণ হয়েছে। দ্রুত জ্বালানি গ্যাসও সেই পাইপ লাইনের মধ্যে সরবরাহ করা হবে। এই পরিষেবা শুরু হলে স্বস্তি মিলবে মধ্যবিত্তের হেঁসেলে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান হয়ে ডানকুনি পর্যন্ত পাইপ লাইন তৈরি হয়েছে গ্যাস সরবরাহের জন্য। এই পরিষেবা শুরুর জন্য প্রথমে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গোপালপুরকে বেছে নেওয়া হয়। গোপালপুর এলাকায় ইতিমধ্যে ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাস বাড়িতে বাড়িতে পাইপলাইন বসানোর কাজ সম্পূর্ণ করেছে। আগামী ডিসেম্বর মাসে এই পরিষেবা মিলবে বলেও জানান গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়জিৎ মণ্ডল। 


এলপিজি সিলিন্ডারের বোঝা আর বইতে হবে না মধ্যবিত্তকে। এই (সিএনজি) ন্যাচারাল গ্যাসের পরিষেবা নেওয়ার জন্য সিকিউরিটি অ্যামাউন্ট হিসাবে উপভোক্তাদের এককালীন ৭,১১৮ টাকা দিতে হবে। অথবা ধাপে ধাপে  টাকা দেওয়ার ব্যবস্থা থাকবে বলেও জানা গেছে। গোপালপুরে ইতিমধ্যেই ১৬০০ ঘরে পাইপলাইন বসানো সম্পূর্ণ হয়েছে বলে গ্যাস সংস্থা সূত্রে খবর। এদিকে গোপালপুরবাসী জানিয়েছে, এই পরিষেবা শুরু হলে খরচ অনেকটাই কমবে। সিলিন্ডারে গ্যাস শেষ হওয়ার আর চিন্তা থাকবে না।


এই পরিস্থিতিতে এই পরিষেবা শুরু হলে কতটা লাভ হয় সেদিকেই তাকিয়ে পশ্চিম বর্ধমানবাসী। ইন্ডিয়ান অয়েল আদনি গ্যাস-এর পক্ষে ডেপুটি ম্যানেজার পুসান দত্ত বলেন, আর্থিক দিক থেকেও স্থানীয়রা লাভবান হবে। খুব শীঘ্রই এই পরিষেবা পাওয়া যাবে।


দেশের তেল কোম্পানিগুলি প্রতি মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার ও ঘরোয়া সিলিন্ডারের দাম পরিবর্তন করে। ৬ জুলাই থেকে সারা দেশে ১৪ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। তবে, সাধারণের সাময়িক স্বস্তির খবর আসে নভেম্বরে। পয়লা নভেম্বর থেকে কমে রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম কমে আরও ১১৫ টাকা।


আরও পড়ুন ; মাসের পর মাস চলবে একটি গ্যাস সিলিন্ডারেই! মানতে হবে এই নিয়মগুলি