মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দুর্গাপুরে (Durgapur) পুজো কার্নিভালের আমন্ত্রণে উঠল ‘আমরা-ওঁরার’ অভিযোগ। আমন্ত্রণ পাননি এই দাবি করে ক্ষোভ উগরে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক (BJP MLA) লক্ষ্মণ ঘোড়ুই। বিজেপির সাংসদ ও বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।
আজ, শুক্রবার কয়েকটি জেলায় দুর্গাপুজোর কার্নিভাল। তার আগে পুজো কার্নিভালে আমন্ত্রণ নিয়েও উঠল ‘আমরা-ওঁরার’ অভিযোগ। দ্বাদশীতে দুর্গাপুরে পুজোর প্রতিমা বিসর্জনের কার্নিভাল রয়েছে। কিন্তু তাতে আমন্ত্রণ পাননি বলে দাবি করে ক্ষোভ উগরে দিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।
এখানে ১৫টি পুজো কমিটি অংশ নেবে। রাজীব গান্ধী মেলা ময়দান থেকে শুরু হয়ে দুর্গাপুর মহিলা কলেজ পর্যন্ত র্যালি হবে। তার আগেই সরকারি কর্মসূচিতে আক্রমণ নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "রাজনৈতিক লাভ তোলার জন্য এই কার্নিভাল। আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাতে কিছু যায় আসে না। আগেও ডাকেনি, এবারও ডাকেনি। মানুষের সঙ্গে ছিলাম, এবার পুজোতেও আছি। ১২৫টি মণ্ডপ ঘুরেছি।"
কী বলছে শাসকদল ?
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। আয়োজক কমিটির সহ-সভাপতি ও তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদার বলেন, "সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের এখানকার সাংসদ এসএস আলুওয়ালিয়া ও লক্ষ্মণ ঘোড়ুইয়ের বাড়িতে কার্ড পাঠানো হয়েছে। তাঁরা আবার কার্নিভালে আসার জন্য উৎসাহ প্রকাশ করছেন জেনে খুব ভাল লাগল। আসুন , সবাই আমন্ত্রণ।"
দুর্গাপুরে পুজোর কার্নিভালে আদৌ বিজেপির সাংসদ-বিধায়কদের কেউ উপস্থিত থাকেন কিনা, সেদিকেই নজর সকলের।
এপ্রসঙ্গে উল্লেখ্য, দু’বছরের করোনার ধাক্কা সামলে, পুজো মণ্ডপে ফিরেছে সেই জনজোয়ারের ছবি। করোনা আবহে দু’বছর বন্ধ থাকার পর এবছর ফিরছে পুজো কার্নিভালও। শনিবার বিকেল চারটের সময় রেড রোডে শুরু হবে কার্নিভাল। পুলিশের ‘ডেয়ার ডেভিল’ বাহিনীর স্টান্ট দিয়ে প্যারেড শুরু হবে। প্রায় ১০০ পুজো কমিটি অংশ নেবে কার্নিভালে। গতকাল অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুলিশের কর্তারা। শনিবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটি পিছু ঢাকি, শিল্পী-সহ ৫০ জনের বেশি প্রতিনিধি থাকতে পারবেন না কার্নিভালে। কোনওরকম বাজি ফাটানো যাবে না। কার্নিভালের জন্য পুজো কমিটি পিছু তিনটি করে ট্রেলার দেওয়া হবে।
আরও পড়ুন ; 'মুখ্যমন্ত্রী শীতঘুম ভেঙে মাত্র ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন কেন’, হড়পা বানকাণ্ডে প্রশ্ন শুভেন্দুর