কলকাতা: হড়পা বানে (flash flood) মৃতদের (death) পরিবারকে মুখ্যমন্ত্রীর (CM) আর্থিক সাহায্যের (compensation) পরিমাণ নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার (suvendu adhikari)। 'সবকিছু আগে থেকে জেনেও সাবধানতা অবলম্বন করা গেল না কেন?, এই দোষ কি সরকার এবং প্রশাসনের নয়? মুখ্যমন্ত্রী শীতঘুম ভেঙে মাত্র ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন কেন?’ ট্যুইটারে সরব শুভেন্দু অধিকারী। সঙ্গে প্রশ্ন, ‘উত্তরপ্রদেশ বা কাশ্মীরে মালদা-মুর্শিদাবাদের কেউ মারা গেলে ৫ লক্ষ টাকা দিয়েছেন। বগটুইয়ে নিজে ছুটে গিয়ে চেক বিলি করলেন। এখানে তেমন কেন করলেন না মাননীয়া?’ তাঁর মতে, প্রশাসনিক ব্যর্থতার জন্য এই বিপর্যয়ের ক্ষতিপূরণ অন্তত ১০ লক্ষ টাকা হওয়া উচিত। মর্মান্তিক এই ঘটনা নিয়ে এর মধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে।


কী প্রতিক্রিয়া তৃণমূলের?
শুভেন্দু অধিকারীর এহেন ট্যুইটে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বলেছেন, 'অত্যন্ত কুরুচিপূর্ণ, সংকীর্ণ ও নোংরা মানসিকতার সংলাপ। এই বিরোধী দলনেতা শকুনের রাজনীতি করছেন। এখনও অনুসন্ধানপর্ব চলছে। গত কাল রাতের ওই দুর্ঘটনার পর এখনও অনুসন্ধানপর্ব শেষ হয়নি। সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সমাজসেবা শিখবে?' তৃণমূল মুখপাত্রের বক্তব্য, শুভেন্দু অধিকারীর এখনও যা পরিচয় রয়েছে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে।


ক্ষতিপূরণ ঘোষণা...
প্রতিমা নিরঞ্জনের সময় হঠাৎই জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বানে জলের তোড়ে ভেসে গিয়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও অনেকে। আশঙ্কা, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। এই ঘটনার পর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় । মৃতের নিকট আত্মীয়কে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। ট্যুইট করে জানিয়েছেন, জলপাইগুড়ির মাল নদীতে দুর্গা বিসর্জনের মুহূর্তে হড়পা বানে ৮ জন প্রাণ হারিয়েছেন।  মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শান্তি কামনা করেছেন। তিনি জানিয়েছেন, ১৩ জন  এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, 'আমি ওনাদের দ্রুত আরোগ্য প্রার্থনা করি। এই মুহূর্তে এনডিআরএফ, এসডিআরএফ এখনও খোঁজ এবং তল্লাশি কার্য চালিয়ে যাচ্ছেন। ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।' পাশাপাশি এই ঘটনার পর কোনও প্রয়োজনে, দুটি জরুরী ফোন নাম্বারও শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। হেল্পলাইন নাম্বার দুটি হল ০৩৫৬১ ২৩০ ৭৮০ এবং ৯০৭৩৯ ৩৬৮১৫ । ক্ষতিপূরণের সেই অঙ্ক নিয়েই কটাক্ষ শুভেন্দুর।


 


আরও পড়ুন:দশমীর বিসর্জনের সময় বচসা, পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে