মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : মর্মান্তিক ! ছেলের জন্মদিনে রহস্যজনকভাবে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গেল দুর্গাপুরে। মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে জামাই, এমনই অভিযোগ জানিয়েছেন মৃতার বাবা। মৃতার নাম রিঙ্কি শিকদার। ময়নাতদন্তর জন্য রিঙ্কির মৃতদেহ প্রথম দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং পরে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আটক করেছে মহিলার স্বামীকে।
বছর ১৭ আগে পূর্ব বর্ধমানের বুদবুদের রিঙ্কি শিকদারের সঙ্গে বিয়ে হয়েছিল দুর্গাপুরের আড়া কালীগঞ্জের রণবীর শিকদারের। অভিযোগ, বিয়ের পর থেকেই প্রায়শই অশান্তি লেগে থাকত তাঁদের মধ্য়ে। দুর্গাপুরের বিধাননগরের একটি নার্সিংহোমের মালিক রণবীর। এই পারিবারিক অশান্তি চরমে পৌঁছায় গতকাল অর্থাৎ শুক্রবার।
তাঁদের ছেলের জন্মদিন পালন হয় গতকাল কালীগঞ্জের বাড়িতে। অভিযোগ উঠছে, এই জন্মদিন পালনের পরেই ফের অশান্তি শুরু হয় তাঁদের মধ্যে। তারপরেই রিঙ্কিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রিঙ্কির পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছেন রণবীর। এনিয়ে নিউটাউনশিপ থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে পুলিশ আটক করেছে রণবীরকে। মৃতার বাবা আশিস দেব বলেন, "মাঝেমধ্যেই আমার মেয়েকে অত্যাচার করত জামাই। গতকাল হয়তো মেয়েকে মেরে টাঙিয়ে দিয়েছে। এই মৃত্যুর সুবিচার চাইছি।" মৃতার স্বামীকে জেরা করে পুলিশ রিঙ্কির রহস্যময় মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।
গত অক্টোবর মাসে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এক আধিকারিকের রহস্যমৃত্যু হয়েছিল। অফিসে আসার পরই নিখোঁজ হয়ে যান তিনি। প্রায় ১৫ ঘণ্টা পর কারখানা চত্বরে একতলায় লিফটের নীচ থেকে উদ্ধার হয় দেহ। মৃত সুমিত ভট্টাচার্য দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ’র' মেটিরিয়াল বিভাগের জেনারেল ম্যানেজার ছিলেন। কারখানা চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা CISF তল্লাশি চালিয়েও ওই ম্যানেজারের সন্ধান পায়নি। এর পর খবর যায় দুর্গাপুর থানায়। পুলিশ কুকুর এনেও তল্লাশি চলে। রাত আড়াইটে নাগাদ লিফটের নীচে পড়ে থাকতে দেখা যায় আধিকারিকের দেহ। গোটা ঘটনায় কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে শ্রমিক সংগঠনগুলি। (Durgapur Steel Plant)
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।